আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপই গণতন্ত্রের ভাষা: মাহবুব

সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, সংলাপই গণতন্ত্রের ভাষা। বিএনপি সংলাপ চায়, সংঘাত চায় না।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মাহবুবুর রহমান এ কথা বলেন। অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে ওই সভার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, দেশ কঠিন খাদের কিনারে চলে গেছে।

এ অবস্থা উত্তরণে তিনি সরকারকে সংলাপে বসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বর্তমান সংকট নিয়ে মানুষ উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছে। শুধু দেশে নয়, বাইরের সব বন্ধু রাষ্ট্রও দেশের এ অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে তিনি সরকারকে সংসদের চলতি অধিবেশনে সংবিধান সংশোধন করার দাবি জানান।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয়।

মানুষের প্রয়োজনে এ সংবিধান পরিবর্তন হতেই পারে। তিনি বলেন, সংবিধানের নামে সরকার যেভাবে গণতন্ত্রকে কুক্ষিগত করার চেষ্টা করছে, তা মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।