আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপই সমাধান: বিসওয়াল

তিন দিনের সফরের শেষ দিন সোমবার বিকালে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সঙ্কট নিরসনে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে না হলেও অন্তত মহাসচিব পর্যায়ে আলোচনা হতে পারে ।
বর্তমান পরিস্থিতিতে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ছাড়া বিকল্প নেই, বলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী।  
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের হরতালে সহিংসতার বিষয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ।
“কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়।”
প্রধান বিরোধী দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে নিশা বিসওয়াল পাল্টা প্রশ্ন করেন, “বাংলাদেশের মানুষ কি তা মেনে নেবে?”
“বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তা গ্রহণযোগ্য হবে,” পরক্ষণেই বলেন তিনি।
গত শনিবার ঢাকা আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন নিশা বিসওয়াল।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।