আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সমর্থন পেতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র

সরকার ভারতের সমর্থন পেতেই জনগণের বিরুদ্ধে গিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত 'কার স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিকুল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ভারত সরকার নিজের দেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য বারবার চেষ্টা করেছে। কিন্তু জনগণের বিরোধিতার মুখে তাতে ব্যর্থ হয়েছে। তারা এই সুযোগটা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাতে রাজি হয়ে গেলেন। কারণ  তিনি মনে করছেন, ভারতের সমর্থন থাকলে যেনতেনভাবে নির্বাচন দিয়ে তারা আবার ক্ষমতায় আসতে পারবেন। তাই ভারতের কাছে একের পর এক বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে সরকার।

ব্যারিস্টার রফিকুল বলেন, ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছ থেকে কিছু পাওয়ার আশায় সরকার দেশের জনগণের বিরুদ্ধে যাচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করে ক্ষমতা পাওয়া যায, কিন্তু বেশিদিন টিকে থাকা যায় না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.