আমাদের কথা খুঁজে নিন

   

পল্লী বাংলা

আমি একজন ছাত্র। পল্লী বাংলা শ্রাবনের আকাশে মেঘের আড়ালে সূর্য্য ঢাকা পড়েছে বৃষ্টি, একটু পরেই বৃষ্টি এল, সাজানো এই পল্লী বাংলায়। বৃষ্টির জলধারা বনপথে অপূর্ব ছন্দ তুলেছে ; কদমকলি, কাশফুল ফটতে শুরু করেছে, সাজানো এই পল্লী বাংলায়। আর ভেসে চলেছে শুকনো পাতার দল, দুর নিরালায় ; ভেসে চলেছে বনপথে ঢেউ তুলে বৃষ্টির জলধারা বসেছে ফুলের মেলা কাশবনে, পল্লী বধুর ছন্দ উঠেছে মনে ; সাজানো এই পল্লী বাংলায়। যতদুর দৃষ্টি যায় বৃষ্টি আর বৃষ্টি বোনা, হঠাৎ থেমে যায় অনন্তকাল শুধু গল্প আর গানে গানে, সাজানো এই পল্লী বাংলায়। কেউ তুলে সমুদ্র কলিকাশি কেউ বা তুলে নকশি-কাঁথা গভীর অনুরাগে ; কেউ বা বুকের মাঝে লুকিয়ে রাখা বুনছে রঙ্গিন ফুলের ভাষা, সাজানো এই পল্লী বাংলায়। গাঁয়ের বধুর রঙ্গিন কাঁথায়, ফুল তুলে তায় নকশি-কাঁথা সাজানো এই পল্লী বাংলায়। হাতে তার দীঘল সূতা, চোখে তার মায়া জড়ানো; এমনি সময় সুর্য্য নুয়ে পড়েছে, আর প্রিয়জনের কথা মনে পড়েছে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।