আমাদের কথা খুঁজে নিন

   

সোহাগের অনন্য রেকর্ড

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিসহ পাঁচ উইকেট ও শতক করার কৃতিত্ব দেখালেন এই সোহাগ।
অফস্পিনার সোহাগ গাজী পিটার ফুলটন ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দিলেও চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে ১৮৬ রানে এগিয়ে যায় নিউ জিল্যান্ড।
লাঞ্চের পর ম্যাককালামকে ২২ রানে বোল্ড করেন সোহাগ। এরপর ৮৫তম ওভারে আসে হ্যাটট্রিক। একে একে ফিরিয়ে দেন কোরি অ্যান্ডারসন, ওয়াটলিং ও ব্রেসওয়েলকে।


টেস্টে এটি কোনো বাংলাদেশী বোলারের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি।
টেস্টে শতক করা ও ৫ উইকেট নেয়ারও এটি কোনো বাংলাদেশীর দ্বিতীয় উদাহরন। টেস্টে এর আগের এই অলরাউন্ড নৈপুণ্যটি সাকিব আর হাসানের। ২০১১ সালে ঢাকা টেস্টে ১৪৪ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন তিনি।


তবে শতক সঙ্গে হ্যাটট্রিক ও ৫ উইকেট কারো নেই।
পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে নিউ জিল্যান্ড ৭ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।