আমাদের কথা খুঁজে নিন

   

আগামী দশদিনের ফেসবুকীয় পুর্ভাবাস !!!

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

এই দুইদিন বাড়ি যাচ্ছি,গ্রামে যাচ্ছি টাইপের স্ট্যাটাস নিউজ ফীডে বেশী ভাসবে… স্ট্যাটাসের সাথে সাথে অবশ্য পরিবহন সার্ভিসগুলোর লেইট যাত্রা আর ফাস্ট মুভ এর কথাও উল্লেখ থাকবে আর দুইদিন পর নিউজফীড গরুময় হয়ে যাবে…সবার ওয়ালে ওয়ালে গরুর ছবি ঝুলবে…তখন ফটোগ্রাফির কেন্দ্রবিন্দুতে গরু এবং শুধুমাত্র গরু থাকবে…গরুর গুতো খেয়ে হসপিটালে ভর্তি টাইপের দুই একটা ভিন্নধর্মী স্ট্যাটাসের দেখা যেতে পারে… তারও দুই দিন পর নিউজফীড খাবার-দাবারে পরিপূর্ন থাকবে…সেই সাথে খাবার-দাবারের ছবি দেখে এক মূহুর্তের জন্য হলেও ফেসবুক নিউজফীডকে ভার্চুয়াল হোটেল মনে হতে পারে…:v :v তারও দুইদিন পর নিজেকে আপনি বিষাদের রাজ্যে আবিষ্কার করতে পারেন সম্ভবত…কারন তখন গ্রাম ছাড়ার বিষাদময় খবর এ নিউজফীড পূর্ন থাকবে… তবে কিছু ব্যাতিক্রম থাকতে পারেন যারা তখনো ভাই,বোন কিংবা আত্মীয় স্বজনের বিয়ে খাওয়ার জন্য অথবা নিজে বিয়ে করার জন্য গ্রামে থাকতে পারেন তারও দুই দিন পর কী হবে? আর কী!! সেই আগের মতোই চলবে…অস্বাভাবিক জীবন থেকে আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসবে :v ফেসবুক নিউজফীডেও স্বাভাবিকতা চলে আসবে…আগের মতোই লুলামি থেকে শুরু করে শুশীলতার চর্চা সবকিছুই চলবে… বিঃদ্রঃ এড মী আই এম ব্লকড রোগে আক্রান্ত রোগীগুলোর অবস্থার কোনো উন্নতি এই দশদিনে হবে কীনা তা এই পূর্ভাবাস দাতা জানেন না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।