আমাদের কথা খুঁজে নিন

   

অনুগল্পঃ কাসেম টেলি গরু ক্রয় সার্ভিস

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!

-সুপ্রিয় ক্রেতা ! কাসেম টেলি গরু ক্রয় সার্ভিসে আপনাকে স্বাগতম । যান্ত্রিক কন্ঠস্বরটি সলিম সাহেবের মনটা ভাল হয়ে গেল । যাক এতো দিনে একটা কাজের মত কাজ হয়েছে । মনের মত একটা সার্ভিস পাওয়া গেছে । সলিম আলী এমনিতে একটু আলসে প্রকৃতির মানুষ ।

নড়েও নড়তে চান না । অফিসে সারাদিন ইজি চেয়ারে হেলান দিয়েই কাটিয়ে দেন । সরকারী অফিস বলে খুব একটা সমস্যা হয় না । সারা জীবনই তার পরিশ্রমকে পাশ কাটানোর অভ্যাস । তবুও কিছু কিছু কাজ যে কিছুতেই পাশ কাটানোর উপায় নেই ।

ঠিক তেমনই একটা কাজ এই কুরবানীর গরু কেনা । প্রতিবার কুরবানীর গরু কেনার সময় আসলেই সলিম আলীর মনটা আকু পাকু করে । কি করে এতো পরিশ্রম করবেন ভেবেই ক্লান্ত হয়ে যান । প্রথম প্রথম অবশ্য ভাগে গরু কিনতেন । তখন গরুর হাটে যাওয়া লাগতো না ।

কিন্তু প্রোমশনটা হওয়ার পর থেকে আর ভাগে গরু কেনা হয়ে উঠে না । স্ট্যান্ডার্ডের একটা বিষয় তো আছে তার উপর বউয়ের চোখ রাঙানী তো আছেই । তা নিয়ে কদিন থেকে একটু টেনশনে ছিলেন । কিভাবে গরুর হাটে যাবেন । কিভাবে গরু কিনবেন ।

এতো পরিশ্রম কিভাবে করবেন ! তখনই আজকের সকালে পত্রিকায় কাসেম টেলি পশু ক্রয় সার্ভিসের খোজ পেলেন । মোবাইলের মাধ্যমে কত প্রকার সার্ভিস চালু হয়েছে । গরু কেনার সার্ভিস চালু হয়েছৈ এতে অবাক হওয়ার কি আছে । সলিম আলী আর দেরী না করে সঙ্গে সঙ্গেই ডায়েল করলেন পত্রিকায় বলা নাম্বরটিতে । দুবার রিং হতেই ওপাশ থেকে সুমিষ্টি যান্ত্রিক কন্ঠস্বর ।

-কাসেম টেলি পশু ক্রয় সার্ভিসে আপনাকে স্বাগতম । একমাত্র আমরাই দিচ্ছি সঠিক গুধগত মানের পশুর নিশ্চয়তা । আপনি কি কুরবানীর পশু কিনতে ইচ্ছুক ? তাহলে এক চাপুন । যদি পালনের জন্য পশু কিনতে চাইলে দুই চাপুন । সলিম সাহেব এক চাপলেন ।

আবারও মহিলা যান্ত্রিক কন্ঠস্বর শোনা গেল । -ধন্যবাদ স্যার । কুরবানীর জন্য আমাদের আছে বিভিন্ন অফার । বিভিন্ন প্রজাতির পশু । আপনি কি কি প্রজাতির পশু কিনতে চান ? সংকর প্রজাতির পশু কিনতে চাইলে এক চাপুন ।

মুল প্রজাতির পশু কিনতে চাইলে দুই চাপুন । সলিম সাহেব দুই চাপলেন । -ধন্যবাদ স্যার । আপনি কোন প্রজাতির পশু কিনতে চান ? গরু কিনতে চাইলে এক চাপুন । ছাগল কিনতে চাইলে দুই চাপ ।

ভেড়া কিনতে চাইলে তিন চাপুন । মহিষ কিনতে চাইলে চার চাপুন । দুম্বা কিনতে চাইলে পাঁচ চাপুন । উট কিনতে চাইলে ছয় চাপুন । কিছু না কিনতে চাইলে ফোন রেখে দিন ।

সলিম সাহেব চিন্তায় পড়ে গেলেন । যদিও গরু কেনার জন্য ফোন দিয়েছিলেন উট আর দুম্বার নাম শুনে একটু দ্বিধায় পড়ে গেলেন । কি কিনবেন ? বাড়ির সামনে একটা আস্ত উট বাধা আছে এটা ভাবতেই তার মনের ভিতর একটা অন্য রকম অনুভুতি দেখা দিল । কিন্তু পরক্ষনেই চিন্তাটা বাদ দিয়ে দিল । ইদানিং দুদক বড় বেশি রকমের তত্‍পর হয়ে উঠেছে ।

বাড়ির সামনে উঠ বাঁধা দেখলে নির্ঘাত তদন্ত শুরু করে দিবে । তিনি এক চাপলেন । -ধন্যবাদ স্যার । কাসেম টেলি গরু সার্ভিসে আপনাকে স্বাগতম আর একবার । দেশী গরু কিনতে চাইলে এক চাপুন ।

বিদেশী গরু কিনতে চাইলে দুই চাপুন । সলিম সাহেব ভাবলেন কিনবই যখন বিদেশী জিনিসই কিনি । একটা ভাবের বিষয় আছে না ! সলিম হাবে দুই চাপলেন । -ধন্যবাদ । ইন্ডিয়ান গরু কিনতে চাইলে এক চাপুন ।

পাকিস্তানি গরু কিনতে চাইলে দুই চাপুন । অস্ট্রেলিয়ান গরু কিনতে চাইলে তিন চাপুন । নিউজিল্যান্ডের গরু কিনতে চাইলে চার চাপুন । আবারও চিন্তায় পড়ে গেলেন সলিম আলী । ইন্ডিয়ান গরু কেনা যাবে না ।

ইন্ডিয়ান খারাপ । দেশে ইন্ডিয়া বিরোধী আন্দোলনে হচ্ছে । পাকিস্তানী গরুতো কেনাই যাবে না । এখন কোন কিনবেন ? অস্ট্রেলিয়ান নাকি নিউজিল্যান্ডের ? টিভিতে প্রায়ই গুড়া দুধের বিজ্ঞাপনে নিউজিল্যান্ডের গরু দেখতে পান । বড় চমত্‍কার লাগে ।

তিনি নিউজিল্যান্ডের গরু কিনবেন বলে ঠিক করলেন । সলিম সাহেব চার চাপ দিলেন । -ধন্যবাদ স্যার । আপনি কি রংয়ের গরু কিনতে চান ? লাল গরু কিনতে চাইলে এক চাপুন । কালো গরু কিনতে চাইলে দুই চাপুন ।

সাদা গরু কিনতে চাইলে তিন চাপুন । সাদা আর কালো মিক্সড রংয়ের গরু কিনতে চাইলে চার চাপুন । কাল আর লাল রংয়ের গরু কিনতে চাইলে পাঁচ চাপুন । অন্য কোন রংয়ের গরু কিনতে চাইলে ছয় চাপুন । সলিম সাহেব একটু খুশি হলেন ।

আরে রংয়ের জন্যও আবার আলাদা চয়েজ রয়েছে । ছোট বেলায় একবার কালো রংয়ের একটা গরু তাকে তাড়া করেছিল সেই থেকে তিনি কালো গরু পছন্দ করেন না । তিনি এক চাপ দিলেন । লালই ভাল । -ধন্যবাদ স্যার ।

আপনি কোন লিঙ্গের গরু কিনতে চান ? মহিলা গরু অর্থাত্‍ গাভী কিনতে চাইলে এক চাপুন । পুরুষ গরু অর্থাত্‍ ষাড় কিনতে চাইলে দুই চাপুন । আরে কুরবানীর জন্য কেউ গাভী কেনে নাকি । তিনি একটু বিরক্ত হলেন । গাধা নাকি এরা ? যাক বিরক্ত মুখেই দুই চাপলেন ।

-ধন্যবাদ স্যার । আপনি কি শিং ওয়ালা গরু কিনতে চান নাকি শিং ছাড়া ? শিং ওয়ালা কিনতে চাইলে এক চাপুন । শিং ছাড়া কিনতে চাইলে দুই চাপুন । সলিম সাহেবের বিরক্তি আরো একটু বেড়ে গেল । তিনি এক চাপলেন ।

-ধন্যবাদ স্যার । আপনি ঠিক কত ওজনের গরু কিনতে চান ? একমণের গরু কিনতে চাইলে এক চাপুন । দুই মণের গরু কিনতে চাইলে দুই চাপুন । তিন মণের গরু কিনতে চাইলে তিন চাপুন । চার মণের গরু কিনতে চাইলে চার চাপুন ।

পাঁচ মণের গরু কিনতে চাইলে পাঁচ চাপুন । পাঁচ মণের অধিক কিনতে চাইলে ছয় চাপুন । সলীম আবারও চিন্তায় পড়ে গেলেন । কয় মণের গরু কিনবেন । গতবারের কুরবানীর গরুটা তিন মণ মত মাংস হয়েছিল ।

এবার আর একটু বেশি ওজনের কেনা যাক । সলিম আলী চার চাপ দিলেন । -ধন্যবাদ স্যার । এবার গরু কি অফিস ডেলিভারী চান নাকি ? নাকি হোম ডেলিভারী ? অফিস ডেলিভারী চাইলে এক চাপুন । হোম ডেলিভারী চাইলে দুই চাপুন ।

এই তো এতোক্ষনে একটা মনের মত প্রশ্ন এসেছে । তিনি দুই চাপলেন । ঘরে শুয়ে শুয়েই গরু বাড়ির সামনে চলে আসবে । আহা । তিনি ভাবতেই পারছেন না এতো সহজে গরু কেনা হয়ে যাবে ।

-ধন্যবাদ স্যার । কিছুক্ষন নিরবতা । তারপর আবার কন্ঠস্বর শোনা গেল । তবে এবার আর যান্ত্রিক না । সত্যিকারের মহিলা কন্ঠস্বর ।

-কাসেম টেলি গরু ক্রয় সার্ভিসে আপনাকে স্বাগতম স্যার । আপনার রিকোয়ারমেন্ট আমাদের কাছে পৌছেছে । আপনার গরুর দাম পড়বে ছয় লাখ সাতান্ন হাজার দুইশ বিশ টাকা । সলিম আলীর মনে হল তিনি হয়তো ভুল শুনলেন । মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ।

-কত ? -ছয় লাখ সাতান্ন হাজার দুইশ বিশ । স্যার আপনি কি টাকা ক্যাস দিবে নাকি চেক । আর আপনার বাড়ির ঠিকানাটা যদি বলতেন ! হ্যালো স্যার ? হ্যালো ! আপনি শুনতে পাচ্ছেন ? পরিশিষ্টঃ সুপ্রিয় ক্রেতা । কাসেম টেলি পশু ক্রয় সার্ভিসে আপনাকে স্বাগতম । একমাত্র আমরাই দিচ্ছি একশ ভাগ হালাল এবং শত ভাগ গুনগত মানে নিশ্চয়তা ।

আলীম উদ্দিনের মনটা আনন্দে ভরে উঠলো । যাক গতবারের মত আর গরুর হাটে দৌডাদৌড়ি করতে হবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।