আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট ফারিয়া ও কোরবানির গরু

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

“মাম্মা মাম্মা, গলুতা বিজে দাচ্ছে,বিত্তি পলে। “ ফারিয়া তার মাকে বেশ জোর দিয়ে বলল । প্রায় সাথে সাথে ছোট্ট ফারিয়া তার ছোট্ট ছাতাটি নিয়ে বারান্দার কিনারে চলে এলো । ফারিয়ার মা বিপদ বুঝে একটি বড় ছাতা নিয়ে মেয়ের পিছনে তা খুলে দাঁড়ালেন । কয়েক ফুট দূরে কোরবানির গরুটা নিশ্চল ভিজছে ।

অসহায় ফারিয়া তার মাকে হাত দিয়ে সরিয়ে দিলো । মা বললেন ভিজে যাবে ফারিয়া,ছাতার নিচে এসো । ফারিয়া এবার কাঁদতে শুরু করল এবং জিদ ধরল গরুটা ভিজছে তাই সেও ভিজবে । কোনও কিছুতেই ফারিয়াকে বোঝানো যাচ্ছে না যে গরুর জ্বর হয় না বৃষ্টিতে ভিজলে । দেখা শোনার লোকটি এগিয়ে এলো এবং ফারিয়ার মা ছাতাটা তাকে দিলেন ও ইশারা করলেন ।

লোকটি ছাতাটি গরুর মাথার উপর ধরার পর ফারিয়া চোখ মুছল । এবার ফারিয়া বলল গরুটাকে তাদের বেডরুমে নিয়ে যেতে । মা বললেন রাতে নিয়ে যাবো । একগোছা খড় ফারিয়ার হাতে আর গরুটি তা বেশ নিশ্চিন্তে খাচ্ছে । ফারিয়ার মাথার উপর আরেকটি ছাতা ধরে মা দাড়িয়ে ।

ফারিয়া জানে না কাল সকালে তার প্রিয় বন্ধুটি জবাই হবে নির্মম উপায়ে কয়েকজন লোকের হাতে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.