আমাদের কথা খুঁজে নিন

   

সেই বাড়ি-দোকানে ফের বিএনপি সন্ত্রাসীদের হ

'শেখের বেটির নৌকায় ভোট দেওয়ার অপরাধে ২০০১ সালে দোকান ও বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। সেই সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেখতে এসেছিলেন। তিনি বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আপনাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাবেন। কিন্তু ক্ষমতার পাঁচ বছরেও আমরা কিছুই পাইনি। বিচারও হয়নি সন্ত্রাসীদের। আবারও বিএনপির ওই চিহ্নিত সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়েছে। শেখের বেটি ক্ষমতায় থাকার পরও নিরাপত্তা পাইনি, এটাই বড় দুঃখ।' এভাবেই কথাগুলো বললেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের মুদি দোকানি নুর মোহাম্মদ (৫০)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গতকাল বেলা ১১টার দিকে হরতাল চলাকালে তার দোকানে হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন টিটুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। গতকালের ঘটনায় পুরো গ্রামে ফের ২০০১ সালের সেই আতঙ্ক দেখা দিয়েছে। শুধু নুর মোহাম্মদ নন, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অপরাধে সন্ত্রাসীরা হাটুরিয়া গ্রামে বর্বর তাণ্ডব চালায়। নারী নির্যাতন থেকে শুরু করে বসতঘর ভাঙচুর, লুট দেখে সেই সময়ে অনেকেই বলেছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারকে হার মানিয়েছে। নুর মোহাম্মদের দোকান ও টিটুর বাড়িতে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) আসাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.