আমাদের কথা খুঁজে নিন

   

এ মুহূর্তে কোচিং সেন্টারে দেঁৗড়াবে না ****

*এখন শুধু নিয়মিত রিভিশন দেবে। নতুন কোনো কিছু শেখার দরকার নেই। প্রথম কোনো বোর্ড পরীক্ষা এমন কোনো ভীতি তোমাদের থাকার কথা নয়। কারণ তোমরা প্রাথমিক ও জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষা কি তা ইতোমধ্যে কাটিয়ে উঠেছ। এখন শুধু যাবতীয় প্রস্তুতি খাতায় উপস্থাপনের সময়। পরীক্ষার কেন্দ্রে যথাযথ সময় রেখে উপস্থিত হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কোন কোন প্রশ্নের উত্তর দেবে তা প্রথমেই বাছাই করে নেবে। প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রেও যত্নবান হতে হবে। কোনো পরীক্ষা খারাপ হলে তার প্রভাব যেন পরবর্তী পরীক্ষায় না পড়ে। তাই পূর্ববর্তী পরীক্ষা কেমন হলো তা ভুলে যাবে। নিয়মিত পরীক্ষার রুটিন দেখে নেবে। রুটিনে কোনো পরিবর্তন আসল কিনা তা মাথায় রাখতে হবে। এ মুহূর্তে কোচিং সেন্টারে দেঁৗড়াবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.