আমাদের কথা খুঁজে নিন

   

আগামী সপ্তাহ থেকে আসতে পারে অবরোধ

নিরপেক্ষ বলে এই পৃথিবীতে কোন মানুষ নেই কিন্তু কিছু লোক নিরপেক্ষতার ভান ধরে। :-বাংলার তৌহিদ

টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিলেও সংলাপের ব্যাপারে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে অবরোধের কর্মসূচি দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। জোট সূত্রে জানা গেছে, অবরোধ কর্মসূচির প্রাথমিক সিদ্ধান্ত নেয়া আছে। তবে সংলাপের যে আবহ তৈরি হয়েছে তা সফল হলে কর্মসূচির পরিবর্তন হতে পারে। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে এ আন্দোলন করে আসছে বিএনপি ও ১৮ দল। তবে সরকার এ দাবি এখনো মানায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় বিরোধী জোট। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে টানা ৬০ ঘন্টার হরতালের কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার হরতাল চলাকালে হামলা, মামলা ও নিহতের প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ১৮ দল। এছাড়া নিহতদের স্মরণে ১ নভেম্বর সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি দেয়া হয়।

বিএনপির সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপিপ্রধানের ফোনালাপের আগে টানা কর্মসূচি অবরোধ কর্মসূচি পালনের প্রাথমিক সিদ্ধান্ত ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে এ কর্মসূচি চূড়ান্ত ও সংলাপ বিষয়ে দলের করণীয় ঠিক করতে মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির সভা ডেকেছেন খালেদা জিয়া। এছাড়া বুধবার রাতে ১৮ দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গেছে, প্রাথমিকভাবে আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। তবে দুইনেত্রীর ফোনালাপের পর এখন সংলাপের বিষয়ে সরকারকে আরো একটু সময় দিতে চায়।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বরেছৈ, “বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে না। তবে সরকার যোগাযোগ করলে তারা সাড়া দিতে প্রস্তুত। ” বিস্তারিত নিউজ লিংক এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।