আমাদের কথা খুঁজে নিন

   

মেসি রোনালদোর সঙ্গে রিবেরি

ফিফা ব্যালন ডি অর পুরস্কারের সূচনা থেকেই লিওনেল মেসির আধিপত্য। গত তিনটি ফিফা ব্যালন ডি অর জয় করেছেন তিনি। এর আগে ফিফার বর্ষসেরা এবং ব্যালন ডি অর আলাদা করেও জিতেছেন এই আর্জেন্টাইন জাদুকর। আগামী জানুয়ারির ফিফা ব্যালন ডি অরেও তার নামটাই থাকবে সবার উপরে। তবে এবারের লড়াইটা নিঃসন্দেহে কঠিন হবে।

ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই, সেই সঙ্গে বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরির নামও শোনা যাচ্ছে জোরেশোরে। শেষ পর্যন্ত কার হাতে উঠছে চতুর্থ ফিফা ব্যালন ডি অর, তা জানা যাবে জানুয়ারিতেই। তবে ফিফা এরই মধ্যে ঘোষণা করেছে ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা।

ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের তারকারাই। ফ্র্যাঙ্ক রিবেরি ছাড়াও বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন, থমাস মুলার, ম্যানুয়েল নিউয়ার, শোয়েইন স্ট্রাইগার এবং ফিলিপ লাম রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

বার্সেলোনার তারকাদের মধ্যে আছেন মেসি, জাভি, ইনিয়েস্তা এবং নেইমার। পিএসপির ইব্রাহিমোভিচ, কাভানি এবং থিয়াগো সিলভা তালিকায় আছেন। এ ছাড়া রিয়াল মাদ্রিদের দুজন (রোনালদো ও বেলে) এবং আর্সেনালের মেসুট অজিল, ম্যানইউর রবিন ফন পার্সি, ম্যানসিটির ইয়াইয়া তোরে, লিভারপুলের সুয়ারেজ, জুভেন্টাসের আন্দ্রে পিরলো, মোনাকোর রাদামেল ফ্যালকাও, চেলসির হ্যাজার্ড এবং বুরুসিয়া ডর্টমুন্ডের রবার্তো লিওয়ান্দোভস্কি সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। ২৩ জনের এই তালিকা থেকে তিনজনের তালিকা প্রকাশ করা হবে। এই তিনজনের তালিকা থেকেই সেরা তারকার নাম ঘোষণা করা হবে আগামী জানুয়ারিতে।

কে হতে যাচ্ছেন ভাগ্যবান তিনজন! গত তিন বছরে মেসি, রোনালদো, জাভি এবং ইনিয়েস্তাই ছিলেন সংক্ষিপ্ত তালিকার ভাগ্যবান তিনজন। এর মধ্যে মেসি ছাড়া বাকি তিনজন দুইবার করে সেরা তিনে স্থান পেয়েছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.