আমাদের কথা খুঁজে নিন

   

আবদুর রহিম ও লিয়াকতের বক্তব্য উপস্থাপন

বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক মামলার অন্যতম আসামি এনএসআইর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও এনএসআইর সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় নিজেদের বক্তব্যে বিভিন্ন অভিযোগ আনেন এবং দুই আসামির বক্তব্য শোনার পর এ মামলার কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন। গতকাল চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে এসব অভিযোগ আনেন। ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করে আদালতে আবদুর রহমান বলেন, সিআইডি হেফাজতে থাকার পুরো সময় ক্রসফায়ারের ভয়ে ছিলাম। এ ছাড়া একই মামলার আসামি লিয়াকত হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় এক সাংবাদিক পরিচয় গোপন করে সেখানে উপস্থিত থেকে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন বলেও তিনি অভিযোগ করেন আদালতে।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ বলেন, হাজতে থাকা মতিউর রহমান নিজামীকে ফৌরজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় মতিউর রহমান নিজামীকে আদালতে হাজির করা হয়নি।

এ জন্য নিজামীর পরীক্ষা অপেক্ষমাণ রেখে দুজনের বক্তব্য শুনেছেন আদালত। তবে দুই আসামির বক্তব্য শোনার পর এ মামলার কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন আদালত।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.