আমাদের কথা খুঁজে নিন

   

খালেদাকে জামায়াতের সঙ্গ ছাড়তে বলল সিপিবি-বাসদ

জাতীয় নির্বাচনের আগে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের একদিন বাদে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় বসেন বামপন্থী দল দুটির নেতারা।
অরাজনৈতিক ও অগণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিতেও বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাম নেতারা।
বৈঠকে অংশ নেয়া সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিএনপিকে বলেছি, “জামায়াতের সঙ্গ ছাড়ুন। আমরা আলোচনার শুরুতেই বলেছি, বাংলাদেশের সামনে যে বিপদ, তার একটি মূল কারণ এই ধরনের মৌলবাদী শক্তি। ”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, “বিএনপিকে বলেছি, আমরা মনে করি, জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশের জন্য মঙ্গল হবে।


একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার সিপিবি ও বাসদ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। এই দাবিতে গত ডিসেম্বরে হরতালও করেছে তারা।
জামায়াতকে নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের কৌশলের সমালোচনাও করেন সিপিবি সভাপতি।
তিনি বলেন, “আমরা মনে করি, দেশের সামনে আজ বড় বিপদ একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি ও জঙ্গিবাদ। আমাদের উচিৎ, এই অপশক্তি থেকে দেশকে মুক্ত করা।


“কিন্তু দেখা গেছে এক দল অন্য দলকে কোনঠাসা করতে জঙ্গিদের সঙ্গে আঁতাতের কৌশল নিয়েছে। ”
জোটসঙ্গী জামায়াতের বিষয়ে বক্তব্যের জবাবে বিএনপির উত্তর কী ছিল- জানতে চাইলে মুক্তিযোদ্ধা সেলিম বলেন,  
“আমরা আমাদের কথা বলেছি। তারা ‘নো কমেন্ট’ করেছেন। ”
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এক ঘণ্টার এই বৈঠকে সিপিবি সভাপতি সেলিম ও বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
সিপিবি নেতাদের মধ্যে ছিলেন- মনজুরুল আহসান খান, সৈয়দ আবু জাফর আহমদ, হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, রফিকুজ্জামান লায়েক, রুহিন হোসেন প্রিন্স ও অনিরুদ্ধ দাশ অঞ্জন।


বাসদ নেতাদের মধ্যে ছিলেন বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.