আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি'কে বাঁচতে হলে, খালেদাকে আউট

ইকোনোমিস্ট

১৯৮২ সালে, এরশাদ ক্ষমতা দখলের সাথে সাথে বিএনবপি'কেও দখল করতে চেয়েছিল, প্রেসিডেন্ট সাত্তারের জন্য পুরোটা হজম করতে পারেনি এরশাদ; কিন্তু সাত্তারের মতো লোককে বদরুদ্দোজা, বাংলাদেশ মিলিটারীর জেনারেলরা ও পাকী আইএসআই পছন্দ করতো না: তারা 'বিএনপি রক্ষার' নামে খালেদা বেগমকে আনে। খালেদা বেগমকে আনার পার, বিএনপি অনেক ফুল দিয়েছে, ফল দিয়েছে, ২০/৩০ লাখ মানুষ পুরো বাংলাদেশের সম্পত্তি দখল করে নিয়েছে; আজ যারা বিএনপি'তে আছে, তারা সুখী মানুষ; এবার বিএনপি'র জয়ের 'সিরিয়াল'এ ছিল; কিন্তু শেখ হাসিনা তা ঘটতে দেয়নি; এবং আগামী বারও ঘটতে দেবে না: অর্থাৎ বিএনপি থাকবে না, উহা জেপি'র মত হয়ে যাবে। জেনারেল জিয়া যখন বিএনপি গঠন করেছিল: উহা ছিল একজন মানুষের জন্য, জেনারেল জিয়ার জন্য,বাকীরা বাই-প্রোডাক্ট: পার্টির বাই-ল ওভাবেই লেখা হয়েছিল। জিয়া জানতেন যে, মুক্তিযোদ্ধারা উনাকে হতয়া করবেন; কিন্তু তিনি একটা ব্যাপার জানতেন না যে, উনার স্ত্রীকে একদিন উনার উত্তরাধিকার সুত্রে ক্ষমতায় আনবে পাকী মাকী ও খাকীরা। গত ও এই শতাব্দীর প্রথম আশ্চয্য ছিল যে, জেনারেল জিয়ার স্ত্রী বাংলাদেশের ৩ বার প্রাইম মিনিস্টার ছিল; যাক, সব কিছুর শুরু থাকে, শেষও থাকে, খালেদা বেগমের শেষ এসে গেছে; এখন উহার শেষ বিএনপি'কেও শেষ করতে পারে; কারণ, উনার শেষ হলে তারেকেরও শেষ হওয়া উচিত। বিএনপি' সুখীরা চাইলে বিএনপি'কে রক্ষা করতে পারে, এবং একমাত্র পথ হলো খালেদা বেগমকে রিটায়ারমেন্টে পাঠানো; আইএসআই নিশ্চয় এ নিয়ে মাথা ঘামাচ্ছে: ফালু, মালু, ছালুরা নিজেদের সম্পদ রক্ষার জন্য এ কাজ করবে হয়তো শীঘ্রই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.