আমাদের কথা খুঁজে নিন

   

গুজবে হুড়োহুড়ি, অন্ধ্রপ্রদেশে ট্রেনে কাটা পড়ে নিহত ১০

ভারতের অন্ধ্রপ্রদেশে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা অগ্নিকাণ্ডের গুজবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্য একটি ট্রেনের চাকায় কাটা পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন।

শনিবার রাজ্যের উত্তরাঞ্চলে ভিজিয়ানাগারাম থেকে ১০ কিলোমিটার দূরে গোতলাম স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, বোকারোর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা আলেপ্পি-ধানবাদ ট্রেনের দুটি বগিতে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এসময় যাত্রীরা শিকল টেনে দ্রুত হুড়োহুড়ি করে নামতে থাকে। এসময় পাশ দিয়েই যাচ্ছিল রায়াগাদা-বিজয়াবাদা যাত্রীবাহী ট্রেনটি। দ্রুত থামাতে না পারায় ট্রেনটি ওই আতঙ্কিত জনতার উপর দিয়ে চলে যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি এ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের সর্বোচ্চ গুরুত্বে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.