আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী ধারাভাষ্য

আমি অতি সাধারণ মানুষ

বাংলাদেশী ধারাভাষ্যকারদের নিয়ে অনেক সময়ই ঠাট্টা মস্করা করেছি। তাদের অদ্ভুতুড়ে ধারাভাষ্য হাসির খোরাক জুগিয়েছে বহুবার। তবে আজকে এদের নিয়ে একটু ভিন্ন কথা বলতে ইচ্ছা করছে। আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা। তখন আমি ক্লাস ফাইভে পড়ি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ মালয়েশিয়া গেছে। কোন চ্যানেল এই খেলা দেখায় না, ইন্টারনেট কি বস্তু তাও এদেশের কেউ জানে না। একমাত্র ভরসা রেডিও। অফিস আদালতে, কলেজ ভার্সিটিতে- সবার কানে ছোট ছোট রেডিও। রাস্তাঘাটে বের হলে দেখা যায় মানুষ কানে রেডিও লাগিয়ে ঘুরছে।

সবাই খেলা শুনছে। এই ধারাভাষ্যকাররাই আমাদের শুনিয়েছে বিশ্বকাপে যাওয়ার কথা। প্রতিটি বলের লাইভ আপডেট আমরা পেয়েছি এদের কাছ থেকে। এখনো মনে পড়ে কেনিয়ার সাথে সেই ফাইনাল ম্যাচের কথা- যখন এক বলে এক রান, শান্ত বল ঠেলে দিয়েই দৌড় শুরু করে, আর ধারাভাষ্যকার উত্তেজনার চোটে প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড কিছু বলতেই পারেনি। কি দীর্ঘ সেই ১৫-২০ সেকেন্ড! আজকে প্রায় পুরোটা খেলা আমি রেডিওতে শুনেছি।

অফিসের অনেকেই কানে হেডফোন লাগিয়ে খেলা শুনেছে। নাসির-গাজী যখন চার-ছয় মারছিল, অফিসে আমরা সবাই লাফালাফি করছিলাম। সে এক অসাধারণ মুহূর্ত! Hats off to u guys. U gave us some unforgettable moments. Those moments only come in a lifetime!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.