আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে বেসিক ওয়েব ডিজাইন প্রশিক্ষণ

ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপ দীর্ঘ এক বছর যাবত ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট বিষয়ক প্রশ্নোত্তর দিয়ে আসছে । এতদিন ‘ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট’ গ্রুপটি শুধু প্রশ্নোত্তর এর মধ্যেই সীমাবদ্ধ ছিল । তাই, গ্রুপে নতুন একটি কার্যক্রম শুরু করা হয়েছে । সেটা হচ্ছে,  ‘ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট’ গ্রুপের মেম্বারদের ‘অনলাইন এ ওয়েব ডিজাইন এর প্রশিক্ষন’ দেওয়া হবে । এখানে ওয়েব ডিজাইন প্রশিক্ষণ বলতে আমরা বেসিক ওয়েব ডিজাইন শেখানো হবে ।

এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি শিখতে পারবেন;
নিজে নিজে ওয়েব ডিজাইন শেখা একটু কঠিন হয়ে পরে । এতে, অনেকেই শিখতে পারেন না । এই কোর্সের মাধ্যমে আমরা আপনাকে ওয়েব ডিজাইন এর ক্যারিয়ার এ প্রবেশ করানো হবে  ।  এটা মূলত হচ্ছে, ‘ওয়েব ডিজাইনের বেগিনিং লেভেল’ ।  পরবর্তীতে আপনাদের রেস্পন্সিভ ওয়েব ডিজাইন, পিএসডি টু এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখানো হবে ।


আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো । যারা প্রশিক্ষণ এ অংশগ্রহণ করবেন তাদের আলাদা একটি গ্রুপে শেখানো হবে ।  প্রথমে ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে । তারপর, প্রশ্নোত্তর পর্ব । এই প্রশ্নোত্তর  পর্বে ক্লাসের কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন ।

যদি, আপনাদের কোন প্রশ্ন না থাকে তাহলে উক্ত আলোচনায় আমরা আপনাদের প্রশ্ন করবো । সহজ কথায়, আমরা আপনাদের শেখানোর সর্বোপরি চেষ্টা করবো ।
প্রশিক্ষণের মেয়াদঃ ২ মাস
ক্লাস শুরুঃ ১ ডিসেম্বর ২০১৩
প্রশিক্ষণ ফিঃ বিনামূল্যে ।
আমরা গ্রুপের সকল মেম্বারদের একসাথে শেখাতে পারবোনা । তাই, আমরা আলাদা করে ব্যাচ তৈরি করবো ।

প্রতি ব্যাচ এ সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী নেওয়া হবে । কারণ, আপনাদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতি ব্যাচ এ এর বেশী শিক্ষার্থী নেওয়া যাবে না ।
০১. এই প্রশিক্ষণ এ কি কোন সার্টিফিকেট দেওয়া হবে?
না । আমাদের এই প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের বিশেষ সাপোর্টের মাধ্যমে আপনাদের বেসিক ওয়েব ডিজাইন শেখানো ।
০২. এই প্রশিক্ষণ নেওয়ার পর কি আমি অনলাইন এ আয় করতে পারবো?
আপাতত, অনলাইন এ আয় এর উপর আমরা কোন প্রশিক্ষণ দিচ্ছি  না ।

যেহেতু, এখানে ওয়েব ডিজাইনের বেসিক বিষয় শেখানো হচ্ছে তাই অনলাইন এ আয়ের চিন্তা না করা-ই উত্তম । তবুও, আপনি চাইলে এই প্রশিক্ষণ গ্রহনের পর ওয়েবসাইটের টেম্পলেট তৈরি করে আয় করতে পারেন ।
প্রশিক্ষনে অংশগ্রহণ করতে হলে আমাদের ‘ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট’ গ্রুপে জয়েন করুন ।  ব্যাচ তৈরি করার বিষয় নিয়ে একটু চিন্তিত আছি । কিভাবে ব্যাচ তৈরি করবো সেটা এখনো ঠিক করা হয়নি ।

তবে, সমস্যা-সমাধানের পর আপনাদের জানানো হবে এবং প্রশিক্ষণ নির্ধারিত সময়েই শুরু হবে । এই ব্যাপার এ আপনাদের কোন মতামত থাকলে আমাদের এখন তা জানাতে পারেন ।
ক্লাসের বিস্তারিত তথ্য ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপে এ আপডেট করা হবে ।  আপনাদের কোন প্রশ্ন থাকলে এখানে করতে পারেন ।
ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপের লিঙ্কঃ এখানে
আমার ফেইবুক আইডিঃ এখানে


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।