আমাদের কথা খুঁজে নিন

   

গাধার গয়না



সুযোগসন্ধানী কে যে ঘোলা জলে খেলে চলে ছায়া তার কোথা পরে রয় না তা’ও খেয়ালে, নাচে গাধা আলাভোলা তলে তলে কোন দলে ভেড়ে খানকির পোলা তা’ও জেনে যাবে সবে তবুও ভয় পেওনা ।। *** পুনরায় কবে হবে যে সহায় কতটুকু আর করে অসহায় তা’ই হয়ত দেখার অপেক্ষায় জলেরই মত স্বচ্ছ ভুলগুলো হয় না হায় কখনো পথভুলো বার বার আসে সেই টানে ফিরে চেনাতে আবারো অচেনা নিজেরে জাগে কূট চালবাজ নর কীট মাপে আইটেম সঙের যে বিট নিয়মিত মারে হাত- তাল কেটে হলে কাত ভাবে সে কি একা একা কবে যে হয়েছে ভুলে ভুল রাজ্যে শান্তি শেখা তা আন্দাজই করতে পারে নাই বালিকাও আর দেয় নাই দেখা *** স্বভাবের দোষে দুষ্ট বাতেনী মননে পুষ্ট বহুগামীতার বীজ; ক্ষমাপ্রাপ্ত বোধ নষ্ট হয়ে যে সে লক্ষ্যভ্রষ্ট তা বুঝেও না বুঝিস! না বুঝলেও জানিস- এ অন্য কিছুই নয় স্রেফ অপব্যবহার, নিশ্চিন্ত ভালোবাসার। মন থেকে বলি তাই ক্ষমা করিস না আর। সাবধানে সাধু সেজে সকালেও সে ভেবেছে অতি পিরিতের চাপে- কেন কাঁপবে এভাবে; কদাকার ইচ্ছেগুলো বার বার পথভুলো করে যদি করুক না। তাই বলছি আবার ক্ষমা করিস না আর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।