আমাদের কথা খুঁজে নিন

   

মিনি কম্পিউটার মস্তিষ্ক!

প্রথমবারের মতো বিজ্ঞানীরা নিউরনের ডেনড্রাইটের সিগনাল পাঠানোর প্রক্রিয়া রেকর্ড করতে সক্ষম হয়েছেন। অক্ষত মস্তিষ্ক থেকে দৃষ্টি সহায়ক আলো নিয়ে মস্তিষ্কে ছবি পাঠিয়ে বিশ্লেষণ করে ডেনড্রাইটকে মিনি কম্পিউটার হিসেবে আখ্যা দিয়েছেন। নিউরনের কোষদেহ থেকে বাইরের দিকে বহুভাগে ভাগ হওয়া ডালপালার মতো ছড়িয়ে থাকা শাখাপ্রশাখার নাম ডেনড্রাইট। ডেনড্রাইট মূলত সেই অংশ, যা মানবদেহের বিভিন্ন ইন্দ্রিয় থেকে অথবা অন্য নিউরন থেকে তথ্য গ্রহণ করে মস্তিষ্কে পাঠায়। বিজ্ঞানীরা কয়েকটি ইঁদুরের ডেনড্রাইটের তথ্য গ্রহণের প্রক্রিয়া রেকর্ড করে যে তথ্য পেয়েছেন, তাতে জানা গেছে, ডেনড্রাইটগুলো যতটা ভাবা হয়েছিল তার চেয়েও জটিল এবং তাদের তথ্য প্রক্রিয়াজাতকরণের ধরনটাও ভিন্ন। দর্শনীয় বস্তুকে মস্তিষ্ক কিভাবে বিশ্লেষণ করে সেটা জানার জন্য এটা আসলেই অভাবনীয় এটা আবিষ্কার বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নায়ুবিজ্ঞানী মিশায়েল হইসার জানালেন, মস্তিষ্কের কোষের ভেতর একটি 'প্যাচ পিপে' বা জোড়া লাগানো সরু নল ঢুকিয়ে ভিজ্যুয়াল সিগনাল থেকে ডেনড্রাইট যে তথ্যগুলোর বৈদ্যুতিক রেকর্ড রাখছে সেগুলোর ছবি তুলে রাখেন বিজ্ঞানীরা? এরভিন নেয়ের এবং ব্যার্ট জাকমান নামে দুই জার্মান বিজ্ঞানী এই গবেষণাটা করেছেন। এ বিষয়ে কাজ করার জন্য জাকমান ১৯৯১ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান।* ইনফোটেক ডেস্ক

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.