আমাদের কথা খুঁজে নিন

   

আর্সেনালের প্রতিশোধ

আগের ম্যাচে ঘরের মাঠে জার্মান জায়ান্ট বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছিল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে সেই ডর্টমুন্ডকে হারিয়ে প্রতিশোধ নিল গার্নাররা। চ্যাম্পিয়ন্স লিগের রানার্স-আপদের ১-০ গোলে পরাজিত করে ঘরের মাঠে হারের প্রতিশোধ নিয়েছে আর্সেনাল। আগের ম্যাচে আর্সেনাল হেরেছিল ২-১ ব্যবধানে। আর এ ম্যাচে ডর্টমুন্ডকে ১-০ গোলে হারান আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই থাকল আর্সেনাল। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বুরুসিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে মার্সেইকে ৩-২ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। আর্সেনাল জয় পেয়েছে ৬২ মিনিটে করা অ্যারোন রামসের একমাত্র গোল। ম্যাচ শেষে গার্নার তারকা বলেছেন, 'এই মাঠে ভালো ফল পাওয়া খুবই কঠিন। তারা সব সময়ই আমাদের সঙ্গে ছিল। তাদের কারণেই আমরা এখানে জয়ী হতে পেরেছি।

এই ম্যাচে আমাদের রক্ষণভাগ দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা সত্যিই অসাধারণ এক ম্যাচ।'

ডর্টমুন্ডের জনপ্রিয় কোচ জার্গেন ক্লপ ম্যাচ শেষে আর্সেনালকে ওয়েঙ্গারের চমৎকার নিয়ন্ত্রিত 'অর্কেস্ট্রা' হিসেবে তুলনা করেছেন। তিনি বলেছেন, ম্যাচটি একটি দারুণ সুরের মূর্ছনার আভাস দিলেও গানার্সরাই শেষ পর্যন্ত ডর্টমুন্ডের সুরে নেচেছেন। ডর্টমুন্ডের মিডফিল্ডার হেনরিক মাখিটারিয়ান প্রথমার্ধে গোলের একটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ওই গোলটি হলে হয়তো ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত। আগের ম্যাচে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরে দারুণ খুশি আর্সেনাল কোচ ওয়েঙ্গার। তিনি বলেন, 'এ মাচে সবাই ভালো খেলেছে। এটা সমন্বিত প্রচেষ্টার ফল।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.