আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিকার জঙ্গলে ভালোবাসা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আফ্রিকার জঙ্গলে ভালোবাসা শাফিক আফতাব................. আমরা দুজন লুুকোলাম আফ্রিকার জঙ্গলে, ঘন অরণ্যের কত সুবাসের সর __ কত পুলকের ঢল আমাদের কথার কল্লোনে, আবার কোথায় যেন ফিসফিস সরসর। যন্ত্রেোর ধকলে আমরা এখানে এসেছি নির্জনে __ তবু আতঙ্ক শুনি বুলেটের গর্জন, আচমকা মনেন গভীরে আসে অজানা কাঁপন ! প্রাণ যাবে কী এবার দেশের অহেতুক রণে।

সংলাপে বসেও যেন আর বসা হয় না __ বিরোধীরা হরতাল করে__ করে ধর্মঘট, সরকার আবার সংবিধানে ওপারে একতিল সরেনা কেনোই বা সরবে__ফলত হরতাল আর জট। আমরা দুজন দুঃসময়ে এসেছি অরণ্যছায়ায় ভালোবাসা বাসি খেলি গভীর মায়ায়। ০৭.১১.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।