আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের সঙ্গে আলোচনা করবে না পাকিস্তানি তালেবান

পাকিস্তান সরকারের সঙ্গে আর কোনো শান্তি আলোচনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানি তালেবানের (টিটিপি) নতুন প্রধান মোল্লা ফজলুল্লাহ। তিনি বলেছেন, তার পূর্বসূরির মৃত্যুর প্রতিশোধ নেবেন। রেডিওতে ফজলুল্লাহর এই ঘোষণার পর উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহর চারদিকে গুলি করে উল্লাস প্রকাশ করে তালেবান সদস্যরা। এদিকে ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য একটি সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে। তালেবান গোষ্ঠীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, তালেবান জঙ্গিরা পাকিস্তানের বর্তমান সরকার এবং দেশটির সেনাবাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

মনুষ্যবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ছয় দিন পর নতুন প্রধান হিসেবে মোল্লা ফজলুল্লাহর নাম ঘোষণা করা হয়। ফজলুল্লাহ মূলত নিষ্ঠুর প্রকৃতির কমান্ডার। তার বাহিনীই পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী স্কুলছাত্রী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল। এ ছাড়া সেপ্টেম্বরে রাস্তায় বোমা পেতে সোয়াতের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল সানাউল্লাহ নিয়াজিসহ আরও দুই সামরিক কর্মকর্তাকে ফজলুল্লাহর বাহিনীই হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। তবে মোল্লা ফজলুল্লাহর হুমকির প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

বিবিসি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.