আমাদের কথা খুঁজে নিন

   

হাইকু (বিসদৃশ)

সাধারণ একজন মানুষ। ১) আমার লাল লঙ্কা ঠোঁট টিয়া পাখি তুমি কি শুধু কাঁচা লঙ্কাই চাও? ২) লোকে বলে নীরবতা হীরন্ময়; তোমার সাথে বলে কথা মোর রাত্রি হল ভোর! ৩) সবুজের বুকে লাল আমার পতাকা আমার জন্মভূমি। ৪) দ্বীপের নাম মহেশখালি তেরো বছরের এক কিশোরী সামনে সাগর ঝড়ে উত্তাল! ৫) ধ্বংসস্তূপের মধ্যে সতেরো দিন বিশ্বাস হয়না, জেদি সাংবাদিক এই মেয়ে তোমার পাছায় ময়লা নেই কেন? ৬) ধ্বসে পড়া ভবনে নীচে অর্ধেক শরীর, অর্ধেক বাহিরে সামনে মাইক্রোফোন: আপনার অনুভূতি জানান! ৭) রিকশায় হুড ফেলে যখন তুমি বৃষ্টিতে ভিজ মেয়ে কলজেটা মুঁচড়ে যায়! ৮) দুই কবুতর মুঠোফোন আর সারারাত বাকবাকুম। ৯) আমি জিন্স, টি-শার্ট পরি কানে হীরার দোল, হাতে মাইক্রোফোন গার্মেন্টস এর মেয়েগুলো সব কীটের মতন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।