আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১২০ হলে, ১ম সংখ্যাটি কত?



এই প্রশ্ন প্রায়ই আসে। আপনারা X, X+1, X+2... ধরে করতে থাকেন। এতে উতর পাবেন কিন্তু ঐ যে বললাম ৩৬ সেকেন্ড সময় আমি এবার একটি কৌশলের কথা বলি। যতগুলো সংখ্যার যোগফল দেয়া আছে প্রথমে সেটাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করেন। এই ভাগ করার মাধ্যমে আমরা সব সময় মাঝের সংখ্যা পাবো।

অর্থাৎ ১২০ কে ৫ দিয়ে ভাগ করলে আমরা মাঝের সংখ্যা মানে ৩য় সংখ্যাটি পাবো। তাহলে ৩য় সংখ্যাটি ২৪ ফলে প্রথম সংখ্যাটি ২২ হবে। খুব সহজেই বের করা যায়। যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানান। ৩টি ক্রমিক সংখ্যার যোগফল ১২০ হলে শেষের সংখ্যাটি কত? ক্যালকুলেটর ব্যবহার কইরেন না দয়া করে।

মুখে মুখে করেন। অন্যপোস্টে গল্পের ছলে আরও কিছু বিষয় জানবো। পোস্ট কেমন লাগলো তা জানান, তাহলে উৎসাহ পাই। ( সং গ্রিহিত ও কিঞ্চিৎ পরিমার্জিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।