আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় দুর্যোগ ঘোষণা ফিলিপাইনে

ফিলিপাইন দ্বীপপুঞ্জে টাইফুন হাইয়ানের ধ্বংসযজ্ঞকে ব্যাপক এবং অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন। মঙ্গলবার বিবিসি এই খবর জানায়।

সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকিওনো দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে যত দ্রুত সম্ভব সাহায্য পৌঁছানো হবে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন, আমি আপনাদের অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রার্থনা করুন এবং একে অপরকে সাহায্য করুন।

তাহলে আমরা এ দুর্যোগ থেকে মুক্তি পাব।

ফিলিপাইনে এখন প্রধান অগ্রাধিকার হচ্ছে জীবিতদের জন্য খাদ্য এবং পানি সরবরাহ করা আর নিহতদের শেষকৃত্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য জাতিসংঘ তার কেন্দ্রীয় জরুরি তহবিল থেকে আড়াই কোটি ডলার দান করেছে।

এদিকে প্রেসিডেন্টের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, ইইউ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে সাহায্য পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

এক বার্তায় পেন্টাগন জানায়, সাহায্য হিসেবে তারা ইতোমধ্যে ২কোটি ডলার ও সেনা সদস্য পাঠিয়েছে।

এছাড়া এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ইউএসএস জর্জ ওয়াশিংটন ও অন্যান্য আমেরিকান জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিলিপাইনের দিকে যেতে বলা হয়েছে। ক্যারিয়ারটিতে পাঁচহাজার নাবিক ও ৮০টির বেশি এয়ারক্র্যাফ্ট রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.