আমাদের কথা খুঁজে নিন

   

আমার সবকিছু অন্যের হয়ে যায় > শাফিক আফতাব



আমার সবকিছু অন্যের হয়ে যায় > শাফিক আফতাব আমার অনেক কিছু ছিলো__বাবার রেখে যাওয়া কয়েকবিঘা জমি ছিলো__ একটি দীর্ঘ দিঘি ছিলো,__শানবাঁধা পুকুরের পাড় ছিলো, ধারে সারি সারি বৃক্ষ ছিলো, বৃক্ষের শাখায় ফল ছিলো, কিংবা ফুল__নয়তো গভীর ছায়া ছিলো। আবাদি জমিতে সোনালী ধান ছিলো, গোয়ালঘরে কয়েকটি গরু ছিলো, দুধেল গাভী ছিলো এইসব কিছু আমার ছিলো,__এখনো আমারই আছে তবু কেনো এখন এগুলি আমার মনে হয় না মনে হয় এগুলো দেখার দায়িত্ব আমার কদিনের, __ কেউ যেন এসে এগুলো লুটে নেবে। আমার সমৃদ্ধ ইতিহাস আর আমার থাকেনা আমার এতিহ্য আর আমার থাকেনা আমি ক্রমশ সামনে কাতার থেকে মধ্য কাতারে আসি, মধ্য থেকে শেষের দিকে আমার ভারসকল ওরা নিতে চায়, আমার ভাবনাগুলো ওরা নিতে চায়, কিংবা আমার সঞ্চয়সকল ওরা নিতে চায়__এবং নেয়, নিয়ে আমারে শূন্য করে, কিংবা ভারহীন করে, আমি কখনো গর্ব করি কখনো মনে হয় আমার সব খর্ব হলো__ আমার চোখে পানি আসে__আনন্দে কিংবা বির্সজনে__কিংবা হারানোর বেদনায়। অবশেষে আমার আর কিছু থাকেনা, সব কিছু অন্যের হয়ে যায়___চাকরির মেয়াদ শেষে ওরা আমাকে শ্রদ্ধাঞ্জলি দেয়, মানপত্র তুলে দেয় হাতে, আমি কেঁদে কেঁদে সারা হই আমি শূন্য হই__ আমার সবকিছু অন্যের হয়ে যায়। ১২.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।