আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট একটা মাক্রোসফটিও সাইফাই

আরেকটি হাবি জাবি ব্লগ!!

আপনি মোটামুটি ভালো মানের একটা রকেট কিনেছেন। OS সহ যাবতীয় সব ঠিক আছে। ভাবলেন মহাকাশে একটু ঘুরে আসবেন। বিদ্রঃ আপনি রকেটের কন্ট্রল প্যানেল/OS টি টরেন্ট সাইট থেকে ডাউনলোড করেছেন এবং তাই এটা অবশ্যই পাইরেসি করা। ফাঁকা রাস্তা পেলে মোটর সাইকেলেই আমরা হেব্বি স্পিড তুলি।

আর এটা তো রকেট। তারউপর পুরা মহাকাশ খালি। ইচ্ছে মতই স্পিড তুলে অনেক দূর চলে গেলেন। কিছুক্ষন পর স্কিনে ব্লিঙ্ক করা শুরু করল। একটা ব্ল্যাক হোল।

আপনার আশে পাশেই রয়েছে। আপনাকে রকেটের গতিবেগ কন্ট্রোল করতে হবে। এরপরই স্কিনে লেখা উঠলঃ প্লিজ এক্টিভেট দ্য জানালা () টু কন্টিনিউ ইউজিং দিস কন্ট্রল প্যানেল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.