আমাদের কথা খুঁজে নিন

   

শচীনের বিদায়মঞ্চ প্রস্তুত

ভারতীয় ক্রিকেট 'ঈশ্বর' আগেই ঘোষণা করেছেন, ২০০তম টেস্ট খেলার পরই তিনি গুডবাই জানাবেন ক্রিকেটকে। আর সে কারণেই শচীনের বিদায়ী ম্যাচটি আয়োজন করা হচ্ছে তার ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কাল শুরু হবে বহুপ্রতিক্ষীত সেই টেস্ট। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সব চেয়ে বেশি রানের মালিক এবং আন্তর্জাতিক ক্রিকেট ১০০ সেঞ্চুরির করা টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ দেখার জন্য তার সাবেক সতীর্থ, এক সময়ের প্রতিপক্ষ, এমনকি তার মাও উপস্থিত থাকবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ব্রায়ান লারা ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় এ ব্যাটসম্যানের বিদায়ী ম্যাচ দেখতে ছুটে এসেছেন।

টেন্ডুলকার প্রসঙ্গে ক্যারিবীয় গ্রেট বলেছেন, 'যখনই আমি ক্রিকেটের কথা বলব, সবার আগে আসবে টেন্ডুলকারের নাম। বক্সিংয়ের ক্ষেত্রে যেমন মোহাম্মদ আলী এবং বাস্কেটবলে মাইকেল জর্ডানের কথা আসে, ক্রিকেটে তেমনি শচীন। '

ভারতের অধিকাংশ টেলিভিশন চ্যানেল গত সপ্তাহ থেকেই শচীনের উলেখযোগ্য মুহূর্তগুলো প্রচার করছে। মুম্বাই শহরের মোরে মোরে টানানো হয়েছে শচীনের বিলবোর্ড, স্থাপন করা হয়েছে তার মুর্যাল। টিকেটে ছাপা হয়েছে তার ছবি।

সব কিছু জুড়েই যেন টেন্ডুলকারের আবহ। টেন্ডুলকারকে 'সুপারম্যান' দাবী করে যোতিন যোশি নামে এক ক্রিকেটার। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমার কাছে সব কিছুই শচীনময়। কারণ আমার জীবন জুড়েই ক্রিকেট। আমরা যেমনটা বলি- ক্রিকেট আমার ধর্ম এবং শচিন আমার ঈশ্বর।

সুতরাং সব কিছুই আবর্তিত হয় শচিনকে ঘিরে। ' পুরো ভারত যখন শচীন জ্বরে কাঁপছে তখন ভারত সফরে থাকা বৃটেনের প্রিন্স চার্লসও শচীন উন্মাদনায় মেতেছেন। শচীনের বিদায়ী টেস্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,' তিনি একজন মাস্টার। আমি তার সুখকর অবসর কামনা করি। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।