আমাদের কথা খুঁজে নিন

   

শচীনের পাশে আনন্দ

কেবল রান খরার কারণেই যে শচীনকে ক্রিকেট থেকে বিদায় নিতে হবে—এমন ভাবনাকে মোটেও সমর্থন করেন না দাবার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। একইসঙ্গে অবসরের ভাবনাটা শচীনের ওপরই ছেড়ে দেওয়ার পক্ষে মত এই খ্যাতিমান দাবাড়ুর। আনন্দ মনে করেন, শচীন কেবল ভারতকেই নয়, গোটা বিশ্বকেই পরিচিত করেছেন নতুন নতুন রেকর্ড আর অলঙ্ঘনীয় সব মাইলফলকের সঙ্গে। তিনি ক্রীড়াক্ষেত্রে ভারতকে এনে দিয়েছেন অজস্র সম্মান। এখন বয়স হয়ে গেছে বলেই তাঁকে সরে যেতে বলাটা রীতিমতো অন্যায়।

যতদিন শচীন খেলাটা উপভোগ করেন, ততদিনই তাঁর খেলা চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সমালোচনা হচ্ছে। কিন্তু শচীনের যদি খেলতে ভালো লাগে তাহলে অবসরে যাওয়ার কোন মানেই হয় না। আমি এখনও দাবা খেলতে খুবই পছন্দ করি। আমি খুবই ভাগ্যবান যে এখনো খেলে যাওয়ার সুযোগ আমার আছে।

টেন্ডুলকারের জন্যও আমি একই জিনিস কল্পনা করি। ’ ১৯৮৮ সালে ভারতের প্রথম গ্রান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেন বিশ্বনাথন আনন্দ। এরপর পাঁচবার তিনি ভারতের হয়ে জিতেছেন দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা। পিটিআই  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।