আমাদের কথা খুঁজে নিন

   

শচীনের ১৪,০১৭!

মানুষ যাহা চায় তাহা পাওয়ার সুযোগ আসবেই যদি সে মন থেকে চায়
ধারে-কাছেও কেউ নেই। শুধু নিজের রেকর্ড বাড়িয়ে নেওয়ার পালা। আর এ পালায় নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করলেন শচীন টেন্ডুলকার। ব্যাঙ্গালোর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৪ হাজার রানের মাইলফলক টপকে গেছেন ভারতের এই লিটল মাস্টার। মাইলফলক স্পর্শ করতে শচীনের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান।

দুর্দান্ত ফর্মে থাকা শচীন চলতি টেস্টেই যে এ কৃতিত্ব অর্জন করবেন, তা অনেকটা নিশ্চিতই ছিল। তবে দ্বিতীয় ইনিংস পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি তাঁকে। প্রথম ইনিংসেই অতিক্রম করেছেন কাঙ্ক্ষিত সেই মাইলফলক। দিন শেষে শচীন অপরাজিত আছেন ৪৪ রানে। যার অর্থ, টেস্টে শচীনের সংগ্রহ ১৪ হাজার ১৭ রান! টেস্টে রান সংগ্রহের দিক থেকে শচীনের পরে আছেন রিকি পন্টিং।

দ্বিতীয় স্থানে থাকলেও অসি অধিনায়ক শচীনকে পেছনে ফেলার লড়াইয়ে আছেন ভাবলে ভুল হবে। পন্টিংয়ের রান ১২ হাজার ১৭৮, এখনো এক হাজার ৮৩৯ রানে পিছিয়ে তিনি। তৃতীয় স্থানে থাকা ব্রায়ান লারার সংগ্রহ ১১ হাজার ৯৫৩ রান। —ক্রিকইনফো Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।