আমাদের কথা খুঁজে নিন

   

গোয়েন্দা ঘর

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গোয়েন্দা ঘর শাফিক আফতাব.......................... তোমার গোয়েন্দা ঘরে য়েতে কত মরিয়া ছিলাম কত জোনাকির মিটিমিটি ছিলো সেই ঘরে__ কত কত তারা জ্বলতো নিশিরাতে, কত ফুলের রেণু ঝরতো রাত্রিদিন, তোমার গোয়েন্দা ঘরে অনুভবের নরম পালক__ঝাঁক ঝাঁক বলাকার মতোন দিগন্ত অনবদ্য করতো। তারপর সৌভাগ্য হয়__তুমি নিজে হাতধরে নিয়ে যাও সেই রাজপ্রাসাদে একদিন, আমি পা পা টিপে টিপে আনাড়ি ছেলে এক যেন জমিদার-বাড়িতে কাজের ছেলে যাচ্ছি যখন অন্দরমহলে খুলে দিলে যুগল-কপাট__অমনি দেখি, ভেতরে আহা ! একি বিস্তৃর্ণ অনুভবের ভাগাড় ! সেখানে আবার সাদাজলের এক আদিম প্রপাত, পৃথিবীর সব ফুল ফুটে ফুটে সেখানে ঘ্রাণ ঝরে__আর নীল নীল ফড়িং ওড়ে সেই থেকে গোয়েন্দ ঘরে যাওয়া আমা নেশা হয়ে গেলো তারপর থেকে আমি তোমার রাজপ্রাসাদের কাজের ছেলে হয়ে গেলাম।

মাহিনাহীন চাকরি চলতে থাকলো...... ১৪.১১.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.