আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে আমার দেশ, গরু থেকে ক্যাপসুল- সবই ভারত থেকে আনতে হয় ।

বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। View this link খবরটি পড়ে অনেকক্ষণ চিন্তা করছিলাম- আমরা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি! বাংলাদেশের যেসমস্ত কোমলমতি শিশু আর কিছুদিন পর দেশকে এগিয়ে নেবে শেষ পর্যন্ত সেই সব শিশুদের সাথেও আমরা প্রতারণার আশ্রয় নিলাম। কেলেঙ্কারির এটায় বোধয় সর্বশেষ সংস্করণ। এতদিন যেটা কানাডা বানাচ্ছিল সেই ভিটামিন এ ক্যাপসুলটা এখন কেন ভারতকে দিয়েই বানাতে হবে? হায়রে আমার দেশ, গরু থেকে ক্যাপসুল- সবই ভারত থেকে আনতে হয় । তবু আমরা পানি পাইনা, তবু আমরা সিমান্তে হত্যা বন্ধ করতে পারিনা। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন থাকলেও ফেন্সিডিলের মান নিয়ে কোন প্রশ্ন নেই- আমাদের মাথা মোটা ভারতপ্রেমিরা এটা বোঝেনা যে, রাতকানা যুক্ত প্রজন্ম আসল ফেন্সিডিল খেয়ে কখনই মাথা উঁচু করতে পারবেনা। তথাকথিত উপনিবেশিকতা আর সাম্রাজ্যবাদিতা এখন হয়ত অচল কিন্তু তারচেয়ে ভয়ংকর কৌশলে সেসব এখনও চলছে... আর আমাদের রাজনীতিবিদরা প্রকারন্তরে সেটাকেই সমর্থন করছেন। পৃথিবীতে এখনও আঞ্চলিক (পররাষ্ট্রনীতিতে) রাজনীতি বিদ্যমান কিন্তু সেটা সমর্থনের নামে আমাদের মত নির্লজ্জ দেশ-স্বার্থবিরোধী চাটুকারিতা বুঝি পৃথিবীর আর কোথাও নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.