আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে বিএনপি নেতাসহ ৩ অপহৃত উদ্ধার হয়

অপহরণের দুদিন পরও উদ্ধার হয়নি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য ফজলুল হক, ব্যবসায়ী কুরমান ও নৌকার মাঝি ইউসুফ। এ ঘটনায় দুইজনকে আটক ও অপহরণ কাজে ব্যবহৃত একটি ট্রলার পুলিশ উদ্ধার করলেও অপহৃতদের খোঁজ মিলেনি এখনো। এদিকে এই ঘটনায় নিখোঁজ তিন জনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় সূত্র জানায়, ফজলুল হক বৃহস্পতিবার সন্ধ্যার পর জগন্নাথগঞ্জ ঘাট থেকে নৌকা দিয়ে নিজ গ্রামের বাড়ি নলসন্ধ্যা যাচ্ছিলেন। পথিমধ্যে যমুনার চরে ভিন্ন একটি নৌকা নিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ফজলুল হক ও তার সঙ্গে থাকা কুরমান এবং নৌকার মাঝি ইউসুফকে অপহরণ করে। কুমিল্লা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে 'ডিবি পুলিশ' পরিচয়ে শাকিল মুরাদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শুক্রবার রাতে জেলার বোয়ালখালী থেকে নগরীর বাসায় ফেরার পথে অপহৃত হন হাবিবুর রহমান নামে এক চিকিৎসক। এ ব্যাপারে ওই চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে চাঁন্দগাও থানায় একটি মামলা করেছেন।

চাঁন্দগাও থানার ওসি আবদুর রউফ বলেন, চেম্বার থেকে বাসায় ফেরার পথে অপহৃত হন ওই চিকিৎসক। পুলিশ তাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.