আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসে

ফিরে আসে, বার বার ফিরে আসে, সোনিয়া দামিনিরা বার বার ফিরে আসে। দেখতে অবিকল আমার মতো কিন্তু কিছু পশুদের আচরন বার বার ফিরে আসে। বার বার ফিরে আসে নর পশুদের হাত যে হাতের করুন থাবায় নেমে আসে রাত সোনিয়া দামিনি কিংবা টাঙ্গাইলের নাম না জানা সেই মেয়েটির মত; নেমে আসে রাত কিছু জীবনে। এমনি ঘটে প্রতিটি দেশে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে। বার বার ফিরে আসে অন্ধকার- মায়ের আচলে ফিরে আসে অন্ধকার বাবার কপালে ফিরে আসে অন্ধকার ভায়ে ছোখে ফিরে আসে অন্ধকার। বার বার ফিরে আসে বোনের ছোখে জল। একটি পায়্জামা হতে রক্তের দাগ মুছে যেতে না যেতেই ফিরে আসে, বার বার ফিরে আসে অন্য পাজামায়। বার বার ফিরে আসে সোনিয়া দামিনিরা- রেল স্টেশনে ফিরে আসে, বাস স্টেন্ডে ফিরে আসে, লঞ্চ টার্মিনালে ফিরে আসে, ব্রীজের নিচে ফিরে আসে, নদীর ঘাটে ফিরে আসে, এমন কোথাও নেই ফিরে আসেনা তারা! বার বার ফিরে আসে সোনিয়া দামিনিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.