আমাদের কথা খুঁজে নিন

   

পার্লামেন্টে ইংরেজি নিষিদ্ধের দাবি মুলায়মের

পার্লামেন্টে ইংরেজিতে কথা বলা নিষিদ্ধের দাবি তুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তম মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। ভাষা ইস্যুতে দেশের নেতাদের দ্বিচারিতার অভিযোগও এনে এই সাংসদ বলেন, দেশের নেতারা ভোটপ্রচারে হিন্দিতে ভোটভিক্ষা করেন, কিন্তু সংসদে বলতে এলেই তারা ইংরেজিতে কথা বলেন। সময়ের প্রয়োজনেই আমাদের হিন্দি ভাষাকে আরও গুরুত্ব দেওয়া উচিত।

মুলায়ম বলেন, তিনি ইংরেজি ভাষার বিরোধি নন তবে যেসব দেশ তাদের মাতৃভাষা বেশি ব্যবহার করে তারা তত উন্নত। সংসদে সাংসদদের ইংরেজিতে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে হিন্দি ভাষার গুরুত্ব বাড়বে। সমস্ত রাজ্যে তাদের আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দিকেও আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

এছাড়া চীনকে নিয়ে সতর্কবানী উচ্চারণ করে সমাজবাদী পার্টির এ নেতা বলেন, এ দেশটিকে আমাদের কখনই বিশ্বাস করা উচিত নয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.