আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে দুর্নীতির ব্যাপারে ইইউ পার্লামেন্টে উদ্বেগ

দুর্নীতিকে কোনোভাবেই সহ্য করা হবে না। বাংলাদেশে দুর্নীতির ব্যাপারে ইইউ পার্লামেন্টে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইইউ’র আর্থিক সহায়তায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি হলে জিরো টলারেন্স দেখাবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল ২০১১ সালের জন্য বাংলাদেশকে দেয়া ইইউ’র সহায়তা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের দুর্নীতি বিষয়ে এই হুশিয়ারি দেন। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এবং ইইউ’র দেয়া আর্থিক সহায়তার স্বচ্ছ ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইইউ ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত উইলিয়াম আনা বলেন, ইইউ’র সহায়তায় এখানে যেসব প্রকল্প বাস্তবায়ন হবে, সেখানে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

দুর্নীতি বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে ইইউ অর্থায়ন করছে না। তবে এই প্রকল্পে যদি কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে সে ব্যাপারে অবশ্যই তদন্ত হওয়া উচিত। ডেনমার্কের রাষ্ট্রদূত এস ওসিং এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতির ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখাব।

ইইউ পার্লামেন্ট এই দুর্নীতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের জনগণের দেয়া ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার হতে হবে। বাংলাদেশের উন্নয়ন সহায়তার জন্য অনেক ফান্ড রয়েছে। দুর্নীতির অভিযোগের কারণে এসব ফান্ড বাংলাদেশে আসছে না। আমাদের দেশের বিনিয়োগকারীরা প্রথমেই দুর্নীতি নিয়ে প্রশ্ন করে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করাসহ এই প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতার ভিত্তি হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্র। আগামী ২০১৪ সালের নির্বাচন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। ২০১১ সালে উন্নয়ন সহায়তা হিসেবে ইইউ ১৪৯ দশমিক ৮ মিলিয়ন ইউরো দেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্রিটেন, জার্মানি, সুইডেনসহ অন্যান্য ইইউ সদস্য দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.