আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের শীতকালীন ওয়ান্ডারল্যাব

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে শীতকালীন অস্থায়ী ওয়ান্ডারল্যাব নামে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর সেখানে  যেকোনো সময় পরিদর্শন করার সুবিধা রয়েছে ভোক্তাদের জন্য।
ওয়ান্ডারল্যাবের ভেতরে বৃত্তাকার ইগলুর মতো অবয়ব থাকছে। এতে দর্শকরা কৃত্রিম তুষারপাতের অভিজ্ঞতা লাভ করবেন।
দর্শকরা এখানে নেক্সাস ৭ ট্যাবলেট, গুগল ক্রোমকাস্ট স্মার্ট-টেলিভিশনের যন্ত্রপাতি এবং ব্রাউজারভিত্তিক ক্রোমবুক পরীক্ষা করতে এবং কিনতে পারবেন।
ওয়ান্ডারল্যাবের নিজস্ব ওয়েবসাইটে গুগল নিজেদের ভিডিও তৈরির জন্য দর্শকদের আহবান জানিয়েছে। এসব ভিডিও দর্শকেরা নিজের কাছে রাখতেও পারবেন অথবা ইচ্ছেমতো যেকারো সঙ্গে শেয়ার করতে পারবেন বলেও জানিয়েছে গুগল।
বর্তমানে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডি.সি., শিকাগো, লস এঞ্জেলস এবং স্যাক্রেমেন্টোতে ওয়ান্ডারল্যাব স্থাপন করা হয়েছে। নিউ ইয়র্কের মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার ব্যবহারকারীরা জানিয়েছে সেখানকার ওয়ান্ডারল্যাবটি ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।