আমাদের কথা খুঁজে নিন

   

জাতির উদ্দেশ্যে “হরতাল” মন্ত্রির ভাষন যত বেশি হরতাল হবে, দেশ ও জাতি ততো উন্নত হবে

ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :(

যত বেশি হরতাল হবে, দেশ ও জাতি ততো উন্নত হবে দেশে এই সংকট ময় মুহূর্তে , মানুষের জান,মাল এর নিরাপত্তার জন্য “হরতাল কমিটি” গঠন করতে হবে। দেশের সেবায় জনগন কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । আসুন হাসিতে হাসিতে “হরতাল কমিটি” গঠন করি...! হরতাল নিয়ে যখন দেশে চলছে অস্বস্তিকর পরিবেশ, ঠিক তখনি আমার মাথায় ঢুকে পড়লো “হরতাল কমিটি” এর চিন্তা। আমাদের দেশ গণতান্ত্রিক বাংলাদেশ।

হরতাল দেওয়ার অধিকার আছে এদেশের জনগনের । হরতাল যদি এমন হয়, তাহলে কেমন হয়??? হরতাল হবে ফোন কোম্পানী গুলর মতো ...যেমনঃ ১) হরতাল হবে পালস সিস্টেম। ২) যতো সেকেন্ড হরতাল, ততো বিল। ৩) মনের আনন্দে হরতাল করুন, ইচ্ছা মতো রিচারজ করুন। ৪) যিনি হরতালে ভাষন দিবেন, তাকে নিয়ে হরতালের বিজ্ঞাপন নির্মাণ করে টিভি তে ,বিজ্ঞাপন দিতে হবে।

৫) হরতালের টার্গেট পূরণ করতে পারলে, প্রতি ২ কোটি টাকা রিচারজে ৭% বোনাস পাবেন পরের মাস থেকে। হরতালের প্যাকেজ সমুহঃ ১) সারা দেশে হরতাল প্রতি ১ সেকেন্ড = ১,০০০০০০০/- টাকা মাত্র । ২) ঢাকা বিভাগীয় শহরে প্রতি ১ সেকেন্ড= ১,০০০০০/- টাকা মাত্র। ৩) চট্রগ্রাম বিভাগীয় শহরে প্রতি ১ সেকেন্ড= ৮০,০০০/- টাকা মাত্র। ৪) রাজশাহী/ সিলেট/বরিশাল/রংপুর/যশোর বিভাগীয় শহরে প্রতি ১ সেকেন্ড= ৬০,০০০/- টাকা মাত্র।

৫) শুধু মাত্র একটি করে জেলা প্রতি ১ সেকেন্ড= ৫০,০০০/- টাকা মাত্র। হরতালের ভাংচুর/আগুন সমুহঃ ১) হরতালে গাড়ি ভাঙতে চান, তাহলে নিজের বাসা থেকে গাড়ি এনে রাস্তায় ভাঙ্গুন। ২) হরতালে অন্নের গাড়িতে বা গায়ে আগুন না দিয়ে, নিজের গায়ে আগুন দিন। ৩) নিজের গাড়ি ভাঙ্গা শেষ হলে, কুটির শিল্প থেকে হারি, পাতিল, ও অন্যান্য জিনিসপত্র কিনে আনুন এবং ভাঙ্গুন। যেসব জিনিস হরতালের আওয়তামুক্ত থাকবেঃ ১) পণ্য বাহী ট্রাক বা ট্রেন বা রপ্তানী মুখী পণ্যর গাড়ি ২) এমবুলেন্স ৩) সংবাদকর্মীর গাড়ি ৪) সিএনজি বা রিক্সা ৫) রাস্তার পাশে সকল ধরনের ফুটপাতের দোকান ও রেস্টুরেন্ট শর্তবলি সমুহ: • সকল ধরনের ককটেল/বোম/অস্র নিষিদ্ধ।

• নিজের গাড়ি ছাড়া অন্যদের কোনো কিছু ভাংচুর হলে, ১ কোটি টাকা জরিমানা ও আজীবন সন্মননা হিসাবে কারাদন্ড। • হরতালের কারনে, হরতাল বিরোধী কারো জীবন গেলে , হরতাল আহবান কারীর আজীবন সন্মননা হিসাবে কারাদন্ড ও রাজনীতি থেকে নিষিদ্ধ। • হরতালের প্যাকেজ না কিনে হরতাল দিলে, মুল নেতাদের হরতাল আহবান কারীর আজীবন সন্মননা হিসাবে কারাদন্ড ও রাজনীতি থেকে নিষিদ্ধ। [[ হরতালের যত প্যাকেজ বিক্রি হবে, তার সব টাকা যাবে গরিবের জন্য কর্মসংস্থান , বাধ নির্মাণ, গ্রামে গঞ্জে হাসপাতাল, স্কুল, কলেজ ও রাস্তার কাজে । যত বেশি হরতাল হবে, দেশ ও জাতি ততো উন্নত হবে ]]


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.