আমাদের কথা খুঁজে নিন

   

আমি স্বপ্নবাজ মানুষ

ব্রাদারহুড প্রজেক্টের নতুন অ্যালবামের কি খবর?

এরই মধ্যে আমরা গান রেকডিংয়ের কাজ শুরু করেছি। এতে গান থাকছে আটটি। থাকছে কিছু প্রচলিত ও অপ্রচলিত ফোক, শাহ আবদুল করিম, জাল্লাল খাঁ, পাগল হারুনসহ আরও অনেকের গান। আশা করছি, অ্যালবামটি এ বছরের ১০ ডিসেম্বর বিভিন্ন অনলাইন ও রেডিওতে প্রকাশ করব।

 

আপনার নিজের একক অ্যালবামের কি খবর?

ব্রাদারহুড প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর আমার নিজের একক অ্যালবামের কাজ শুরু করব।

এরই মধ্যে গান বাছাইয়ের কাজ শুরু করেছি। আমি এবার চেষ্টা করছি, একটু ভিন্ন ধাঁচের গান দিয়ে অ্যালবামটি সাজাতে।

 

অনলাইনে গান প্রকাশের বিষয়টি নিয়ে কিছু বলুন?

আমাদের অডিও বাজারে যে হারে পাইরেসি হচ্ছে, তাতে অনলাইনে গান প্রকাশ না করে কি উপায় আছে? আমি এক বছর কষ্ট করে একটি অ্যালবাম প্রকাশ করলাম কিন্তু এক ঘণ্টার মধ্যে আমার সেই গানগুলো পাওয়া পাবে বিভিন্ন অনলাইনে। তার চেয়ে ভালো আমি নিজেই আমার গান অনলাইনে প্রকাশ করব। কিন্তু কোনো শ্রোতা যদি আমার গানটি শুনতে চায়, তবে তাকে টাকা দিয়েই কিনতে হবে।

বর্তমান বিশ্বে অনলাইনে অ্যালবাম রিলিজ হচ্ছে। তারা অনলাইন থেকেই অর্থ আয় করছে। তবে কেন আমরা পিছিয়ে থাকব। আমাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে, আমরা যেন বৈধ উপায়ে গান কিনে শুনি।

 

'আড্ডার গান' অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন?

আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি তারুণ্যের কথা ও গান নিয়ে।

গতকাল ছিল অনুষ্ঠানটির ৫০তম পর্ব। এত চ্যানেলের ভিড়ে সবাই যখন তারকানির্ভর অনুষ্ঠান নির্মাণে ব্যস্ত, তখন দর্শকদের ভালোবাসায় নতুনদের নিয়ে এমন একটি চাকচিক্যহীন অনুষ্ঠানের ৫০তম পর্ব পেরিয়ে যাওয়াটা সত্যি খুব ভালো লাগার বিষয়। বিশেষ করে যেসব নতুন তরুণ প্রতিভা এই আড্ডার গানের মাধ্যমে দর্শকদের কাছে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরছে। তাদের সঙ্গে কাজ করাটা সব সময় খুব আনন্দের। আশা করি, এই মাইলফলক তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে।

 

আপনার একটি অডিও প্রতিষ্ঠান আছে না?

হ্যাঁ, নাম 'আজব রেকর্ডস'। এ প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে নতুনদের নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে। আমাদের এ প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, আমরা সব শিল্পীকে তাদের নিজেদের কপি রাইট দিয়ে দিই।

 

গানের জগতে আসার গল্পটি একটু বলুন?

চার বছর বয়স থেকে আমি গান গাই সূর্যমুখী শিশু-কিশোর সংগঠনে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আমার মা।

তারপর ওস্তাদ সোহরাব হোসেন এবং এম এ মান্নানের কাছে নজরুলসংগীত শিখি। তবে পপ বা রক গানের প্রতি আকর্ষণ জন্মায় নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ডগুলোর গান শুনে। ওই সময়টা ছিল বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের স্বর্ণযুগ। এর প্রভাবেই নবম শ্রেণীতে পড়ার সময় থেকে বন্ধুরা মিলে জ্যাম করা শুরু করলেন। এসএসসি পরীক্ষার পর নির্ঝর নামের একটি ব্যান্ড দলও গড়ে তুলি।

* আলী আফতাব

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.