আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নবাজ চাতক

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
স্বপ্নবাজ চাতক [উৎসর্গ আমাদের ঘরে আসবে যে নতুন মানুষ একদিন সেও স্বপ্নবাজ চাতক হবে] -------------------------------------------------------------------- স্বপ্নগাছের স্বপ্ন পারবে বলে সেই কাঙ্খিত সময়ের প্রতীক্ষায় অধীর---- এই শহরের মানুশগুলো প্রত্যেকের পায়ে মিথগামী জুতো আর চোখে মিথগামী স্বপ্ন। সেই ক্ষনাব্দিকালের একেকটি ঘন্টার অবয়ব একেকটি মহাকাল। নিষ্পলক চোখে বহুকাল পর মহাকাল এসে থমকে দাঁড়ালে ঝাপসা চোখে মানুশগুলো চড়ে বসে মহাকালের পিঠে--- কাঙ্খিত সময়ের লেনদেন তখন অতীত। সময়ের চাকা আবার ঘুরে, স্বপ্নবাজ চাতকের চোখে আবার স্বপ্ন রঙ্গিন স্বপ্ন----------------------- তোর ভারে তোর মায়ের শরীর নত মিথগামী স্বপ্ন চোখে আমি ও আমরা স্বপ্নবাজ চাতক।। -------------------------------- আল্লাইয়ার [ছবিটি তোলা হয়েছিল ০৩-০৩-২০০৭ এ, কোরিয়া ন্যাশনাল মিউজিয়াম]
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.