আমাদের কথা খুঁজে নিন

   

ভার্জিন গ্যালাক্টিকে বিটকয়েন

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, স্যার রিচার্ড ব্র্যানসন তার বাণিজ্যিক স্পেস ফ্লাইট ভার্জিন গ্যালাক্টিকের মূল্য পরিশোধে মুদ্রাটি ব্যবহারের ঘোষণা দিয়েছেন।
এক ব্লগ পোস্টে ব্র্যানসন জানিয়েছেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়ায়ের একজন মহিলা যাত্রী বিটকয়েন দিয়ে ভার্জিন গ্যালাক্টিকের মূল্য পরিশোধ করেছেন। অন্যরাও ওই যাত্রীকে অনুসরণ করবে বলে আশা করেছেন ব্র্যানসন।


ব্র্যানসন ডিজিটাল মুদ্রাটির প্রশংসা করে বলেন, “বিটকয়েন এখনও পুরোপুরি সরকারের কাছে পরিচিতি পায়নি। কিন্তু আমি মনে করি কিছু নিয়মের মাধ্যমে এর গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব।”
ভার্জিন গ্যালাক্টিক প্রথমবারের মতো আগামী অগাস্টে তার বাণিজ্যিক যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। ব্র্যানসন, তার স্ত্রী এবং ছেলে নিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে এর প্রথম যাত্রায় সামিল হবে বলে জানিয়েছে ম্যাশএবল।
অন্যান্য যাত্রীদের সবার নাম জানা না গেলেও ইতোমধ্যে কেট উইন্সলেট এবং অ্যাশটন কুচার যাত্রীতালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। ফ্লাইটটিতে অংশ নিতে ইচ্ছুকদের আড়াই লাখ মার্কিন ডলার বা ৩২৯ বিটকয়েন খরচ করতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.