আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম করব আবার বউ চাই ১০০% ভার্জিন

এক কৃষকের দুই বউ। গ্রামের অন্য বাড়ির এক যুবক দুই বউয়েরই প্রেমে পড়ে গেল। প্রথমে সে বড় বউকে প্রেম নিবেদন করল। এতে বড় বউ ক্ষিপ্ত হয়ে যুবককে ঝাঁটাপেটা করে তাড়াল। এরপর সে ছোট বউকে প্রেম নিবেদন করল।

ছোট বউ রাজী হলো। ব্যস দুজনের প্রেম হয়ে গেল। চলতে থাকলো গোপন অভিসার। এক সময় পাড়া-পড়শীরাও ব্যাপারটা জেনে গেল। এমনি সময় একদিন কৃষক মারা গেল।

উক্ত যুবক এবার বড় বউকে বিয়ে করল। গ্রামের সবাই কানাকানি করতে লাগল ব্যাপারটা কী? ছোট বউয়ের সাথে প্রেম করল আর বড় বউকে বিয়ে করল। এক সময় যুবকেরও কানে গেল বিষয়টা। সে একদিন সব বন্ধুদেরকে ডেকে জানাল- যে বউ পর পুরুষকে ঝাটা পেটা করতে পারে এমন বউ-ইতো দরকার। এ প্রসঙ্গে বলি, এমন কেউ নেই যে তার বউ অর্থাৎ জীবনসঙ্গী যে হবে তাকে ভার্জিন বা সতী না চাই।

আর আমাদের বর্তমান সমাজের ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রেই কম বেশি এক বা একাধিক বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড থাকবেনা এটাকে স্মার্টনেস হিসেবে ধরে নেয়। কাজেই স্মার্ট বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে অবশ্যই তা থাকতে হবে। তবে আমার কাছে মনে হয় প্রেম বা বর্তমান সময়ের ডেটিং-এর বিষয়ে ছেলেরাই মেয়েদের চেয়ে প্রবল। মেয়েদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে। আবার বেশি করে ছেলেরাই ভার্জিন বউ খোঁজে।

মেয়েরাকে অপেক্ষাকৃত আফসোস করতে হয় বেশি। একটি কথা অবশ্যই যুব সমাজকে মনে রাখতে হবে--- প্রকৃতি তার ভারসাম্য নিজেই রক্ষা করে। আমার ব্যক্তিগত অভিমত। সকলে আমার সাথে একমত নাও হতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.