আমাদের কথা খুঁজে নিন

   

তিন হত্যার মূল্য দেড় কোটি টাকা

দেড় কোটি টাকায় গত শনিবার রফাদফা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় তিন হত্যাকাণ্ডের। প্রতিটি হত্যার মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা। আহত এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের জন্য জরিমানা করা হয়েছে আরও ৩০ লাখ। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সালিশের মাধ্যমে সিরিজ হত্যাকাণ্ডের ঘটনা নিষ্পত্তি করেন। জানা যায়, সদর উপজেলার সাদেকপুর গ্রামে গত এক বছরে তিনটি খুনের ঘটনা ঘটে। ২০১২ সালের ২৬ অক্টোবর খুন হন নাছির উদ্দিন। এর জের ধরে গত ১৮ অক্টোবর বিবদমান চেয়ারম্যান ইকবাল হোসেন ও ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাই গ্রুপের সংঘর্ষে খুন হন আরও দুজন । এরা হলেন শামসুল ইসলাম ও ইসমাইল মিয়া।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.