আমাদের কথা খুঁজে নিন

   

জয়ের বক্তব্য প্রত্যাহারের দাবি বেফাক মহাø

মাদ্রাসা ছাত্র কমানো বিষয়ে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জব্বার। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীপুত্র ও তথ্য-প্রযুুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মাদ্রাসার ছাত্র কমানোর অভিলাষ ব্যক্ত করেছেন। প্রতিবাদ জানিয়ে বেফাক মহাসচিব বলেন, এ বক্তব্য তার চরম ইসলামবিদ্বেষী মনোভাবেরই বহিঃপ্রকাশ। বর্তমান সরকারের হাতে ইসলামী শিক্ষা ও আলেম-ওলামারা চরম হুমকির সম্মুখীন তা আবারও প্রমাণ হলো।

মুফতি ওয়াক্কাসের মুক্তি দাবি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ অবিলম্বে সংগঠনের মহাসচিব মুফতি ওয়াক্কাসের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, অন্যায়ভাবে আটক করে তার উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। মুফতি ওয়াক্কাসকে মুক্তি না দিলে কঠিন কর্মসূচি হাতে নিতে বাধ্য হব। তারা বলেন, আলেম উলামাদের নির্যাতন-নিপীড়ন করে আল্লাহর দীনকে নিশ্চিহ্ন করার শক্তি কারও নেই। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মুফতি ওয়াক্কাসের রিমান্ড এবং রিমান্ডে নির্যাতনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের সভাপতি আল্লামা মোস্তফা আযাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা জহিরুল ভূইয়া, কারী আবদুল খালিক আসআদী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.