আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে স্ক্রিন শট নিতে হয় ?



Screen Shot হচ্ছে আপনার কম্পিউটার মনিটরের স্থির চিত্র বা ছবি যা image file হিসাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়. এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় . * প্রথম পদ্ধতি : snipping tools ব্যবহার *দ্বিতীয় পদ্ধতি : Keyboard option ব্যবহার প্রথম পদ্ধতি : ১ // প্রথমে snipping tools খুলুন . এটা start বাটনে ক্লিক করে পাওয়া যাবে . না পেলে start বাটনের search option এ লিখে সার্চ করুন ২// যে ধরনের snip নিতে চাচ্ছেন তা নির্বাচন করুন . *free - form snip -আপনি পছন্দ মত জায়গা নির্বাচন করতে পারবেন * Rectangular Snip-আপনি একটি আয়তক্ষেত্রাকার এলাকা নির্বাচন করতে পারবেন *Window Snip -আপনি windows আকারে snip করতে পারবেন *Full-screen Snip-আপনার সম্পূর্ণ পর্দাটি snip করতে পারবেন ৩// আপনার পছন্দ মত এলাকা নির্বাচন করুন ৪// file option থেকে save as নির্বাচন করে অথবা ফ্লপি ডিস্ক চিন্নিত বাটনে ক্লিক করে ফাইল save করুন. *দ্বিতীয় পদ্ধতি : Keyboard option ব্যবহার ১// প্রথমে key board থেকে ' print screen ' বাটনে press করুন . ২// তারপর start বাটন থেকে paint ওপেন করুন . ৩// এবার mouse এর right button ক্লিক করে স্ক্রিন শট টি paste করুন . ৪// file অপসন থেকে image টি save করুন . (এক্ষেত্রে PNG অথবা JPEG ফরমেট ব্যবহার করুন ---------------------------------------------------- https://www.facebook.com/thedreamhunter007 আমায় কিন্তু ফেসবুকেও পাওয়া যায় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.