আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাত চরিত্রে ছবি

পঞ্চ পাণ্ডী, পাঁচ নারী, পাঁচ ডাকাত- যাদের রয়েছে এক দুর্ধর্ষ ডাকাত দল। নানাভাবে এই নির্যাতিত নারীরা প্রচলিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে। গভীর জঙ্গলে এক পরিত্যক্ত বাড়িতে তারা আস্তানা গড়ে তোলে। স্বার্থ সংকীর্ণতা এবং পৈশাচিক অবদমনের বেড়াজাল ক্রমেই নারীকে মানুষ থেকে মাংসপিণ্ডে রূপান্তরের এক ভয়ঙ্কর খেলায় যখন মত্ত, ঠিক তখনই সোচ্চার হয়ে উঠে এই পঞ্চ নারী। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নিপীড়িত হয়ে জীবন থেকে পালিয়ে না গিয়ে নারীর অধিকার এবং বেঁচে থাকার তাৎপর্যময়তার খোঁজে নতুন উপলব্ধির জন্ম দেয় এই পঞ্চ পাণ্ডী।

মূলত এই পঞ্চ নারী সমগ্র নারী সমাজেরই প্রতিরূপ। নারী দিবস উপলক্ষে মহাভারতের পঞ্চ পাণ্ডবের ভাবনা থেকে বিপরীতধর্মী উপস্থাপনায় ফাইভ ওমেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান শিকদার। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা ছবি, শবনম পারভীন, সুমনা সোমা এবং ফয়সাল জামিল। এ চলচ্চিত্রটি সম্পর্কে হাসান শিকদার বলেন, 'সভ্যতা যত দূরেই যাক না কেন, নারী এখনো পদে পদে শৃঙ্খলিত। এই শৃঙ্খল ভাঙার প্রচেষ্টায় নারীকে উজ্জীবিত করাই ছিল আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য।

আমি কাজটি নিয়ে আশাবাদী। চলচ্চিত্রটি ভিজ্যুয়াল এঙ্প্রেসের ব্যানারে নির্মিত হয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।