আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালের প্রয়োজন এক পয়েন্ট

রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস একই গ্রুপে খেলবে। এই খবর এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাটাসারি এবং কোপেনহেগেনের জন্য স্বস্তিকর ছিল না। জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদকে টপকে গ্যালাটাসারির জন্য নকআউটপর্ব নিশ্চিত করা ছিল অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু বর্তমানের বাস্তবতাটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপ থেকে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গী হতে পারে গ্যালাটাসারি! দ্রগবাদের সামনে অবশ্য রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস বাধা হয়ে আছে। আজ রিয়াল মাদ্র্রিদেরই মুখোমুখি হতে যাচ্ছে তুর্কি ক্লাব গ্যালাটাসারি।

অপর ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও কোপেনহেগেন।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে আজ নকআউট পর্ব নিশ্চিত করতে মাঠে নামবে ম্যানইউ এবং প্যারিস সেইন্ট জার্মেইনও। এ গ্রুপে ম্যানইউ মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের। এই গ্রুপে ম্যানইউ ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং লেভারকুজেন ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সি গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইন আজ মুখোমুখি হচ্ছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের।

ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ইব্রার প্যারিস সেইন্ট জার্মেইনের।

দিদিয়ের দ্রগবা গ্যালাটাসারিতে যোগ দেওয়ার পর গ্যালাটাসারিকে এখন আর অবহেলা করতে পারছে না রিয়াল মাদ্রিদের মতো সেরা ক্লাবও। গত মৌসুমেই গ্যালাটাসারির মাঠে রিয়াল মাদ্রিদ হেরেছিল ৩-২ গোলে! দ্রগবা ছিলেন সেই জয়ের নায়ক। তবে কিছুদিন আগে তুরস্ক থেকে ৬-১ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছিলেন রোনালদোরা। আজ অবশ্য গ্যালাটাসারির জন্য একটা সুযোগ থাকছে।

গত ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হওয়ার ফলে ক্রিষ্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে আজ খেলতে নামছেন না। এই সংবাদ গ্যালাটাসারির কোচ রবার্তো মানসিনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে আজকের জয়টা খুবই প্রয়োজন তাদের। মানসিনি অবশ্য নিজেদের শক্তির উপর আস্থা রাখছেন। 'গ্যালাটাসারি খুবই ভালো একটা দল।

তারা এই মৌসুমে নিজেদেরকে এরই মধ্যে প্রমাণ করেছে। ' তবে তিনিও নিজেদের গ্রুপটাকে কঠিন বলেই মনে করছেন। 'চ্যাম্পিয়ন্স লিগ কখনোই সহজ কোনো টুর্নামেন্ট নয়। আর আমাদের গ্রুপটা অনেক কঠিন হয়ে গেছে। তবে আমি এখনো নকআউট পর্বে যাওয়ার ক্ষেত্রে আশাবাদী।

' রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচের চেয়েও জুভেন্টাসের মুখোমুখি হওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ গ্যালাটাসারির জন্য। ১০ ডিসেম্বর গ্যালাটাসারি মুখোমুখি হবে জুভেন্টাসের।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.