আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড গড়ে রিয়ালের পথে বেল

সব কিছু ঠিক-ঠাক থাকলে শুক্রবার হতে পারে এই চমকজাগানো দলবদল। টাকার অঙ্কটা সত্যি চমকে দেয়ার মতো। অবশ্য পছন্দের ফুটবলারকে দলে টানতে অতীতে অনেক বারই টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামায়নি রেকর্ড ৯ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। বেল তারই সর্বশেষ উদাহরণ হতে যাচ্ছেন। স্পেনের ক্রীড়াদৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে দেশটির ‘কাদেনা সিওপিই’ রেডিও জানিয়েছে, ৯ কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে বেলকে ছাড়তে রাজি হয়েছে ইংল্যান্ডের দলটি।

যার অর্থ ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলারের মর্যাদা পেতে যাচ্ছেন ওয়েলসের ফরোয়ার্ড বেল। ২০০৯ সালে ৯ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের ইতিহাসে এ যাবত সেটাই সর্বোচ্চ ট্রান্সফার ফি। চোটের কারণে গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের প্রথম ম্যাচে খেলতে পারেননি ২৪ বছর বয়সী বেল। তবে গণমাধ্যমে গুঞ্জন, সম্ভাব্য দলবদলের কারণেই সেদিন মাঠে নামেননি তিনি।

দলবদলের শেষ সময়সীমা ২ সেপ্টেম্বর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.