আমাদের কথা খুঁজে নিন

   

আসছে গ্যালাক্সি গ্র্যান্ড ২

দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং নতুন স্মার্টফোন গ্যালাক্সি গ্র্যান্ড ২ বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে । ৫.২৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে স্মার্টফোনটিতে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গ্যালাক্সি গ্রান্ডের নতুন মডেলটিতে থাকবে ১২৮০ বাই ৭২০ টিএফটি স্ক্রিন, ১.২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, ১.৫ গিগাবাইটের র‌্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ মেমোরি। সুযোগ থাকবে মাইক্রোএসডি কার্ড-এর ব্যবহার করার। এ ছাড়াও স্মার্টফোনটিতে থাকবে আট মেগাপিক্সেলের ক্যামেরা।

গ্যালাক্সি গ্র্যান্ড ২-এর আয়তন হবে ১৪৬.৮ বাই ৭৫.৩ বাই ৮.৯ মিলিমিটার এবং ওজন হবে ১৬৩ গ্রাম। অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনটিতে দুটি সিম স্লট থাকবে। আরও থাকবে ২৬০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি।

উল্লেখ্য, গ্যালাক্সি গ্র্যান্ড ২ কালো, সাদা, গোলাপি এ তিনটি রংয়ে পাওয়া যাবে। তবে স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসবে বা দাম কত হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি স্যামসাং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.